বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
যুক্তরাজ্য

সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রেসকট মারা গেছেন

যাযাদি ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রেসকট মারা গেছেন
জন প্রেসকট

যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট বুধবার মারা গেছেন। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার এ খবর দিয়েছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন। বুধবার পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে তিনি শান্তিপূর্ণভাবে মারা যান।

প্রেসকট সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বেস্নয়ারের মেয়াদকালে উপ-প্রধানমন্ত্রী ছিলেন। মৃতু্যর পর তার স্ত্রী পউলিন ও দুই ছেলে এক বিবৃতিতে জানিয়েছেন, 'আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বাবা লর্ড প্রেসকট গত রাতে মারা গেছেন।'

তারা আরও বলেন, কিংস্টনের ইস্ট হালের জনগণের প্রতিনিধিত্ব করতে পারাটা ছিল 'বিশাল সম্মান'। তিনি ছিলেন স্যার টনি বেস্নয়ারের অত্যন্ত ঘনিষ্ট। প্রেসকট দীর্ঘ ৪০ বছর ইস্ট হালের এমপি ছিলেন।

জন প্রেসকট জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, ও পরিবেশ সুরক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তথ্যসূত্র : স্কাই নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে