সৌরশক্তি প্রকল্প

প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত গৌতম আদানি

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
গৌতম আদানি
ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় ঘুষ-জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয়েছে, তিনি ২৫ কোটি (২৫০ মিলিয়ন) মার্কিন ডলারের ঘুষকান্ডে জড়িত এবং বিষয়টি গোপন রেখে আমেরিকার বাজার থেকে অর্থও সংগ্রহ করেছেন। অভিযোগে বলা হয়েছে, উৎকোচ স্কিমের মাধ্যমে পরিচালিত হয়ে নিজের দেশে বিশাল এক সৌরশক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন। তথ্যসূত্র : বিবিসি, ভয়েস অব আমেরিকা স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি আদালতে ভারতের অন্যতম ধনী এই ব্যক্তির বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। ৬২ বছর বয়সি আদানির ব্যবসা বর্তমানে বন্দর এবং বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত। অভিযোগে প্রসিকিউটররা জানিয়েছেন, গৌতম আদানি এবং অন্য সিনিয়র এক্সিকিউটিভরা তার পুনর্নবীকরণযোগ্য জ্বালানি কোম্পানির জন্য চুক্তি নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ প্রদানে সম্মত হয়েছেন, যা ২০ বছরে দুই বিলিয়ন ডলারের বেশি লাভ করবে। আদানি গ্রম্নপ অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি। সংবাদমাধ্যম বলছে, নিরাপত্তা-সংক্রান্ত জালিয়াতি এবং নিরাপত্তা ও ওয়াইয়ার জালিয়াতির বিষয়ে ষড়যন্ত্র করার অভিযোগে গৌতম আদানির অভিযুক্ত হওয়ার কথাটি বুধবার প্রকাশ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেছেন, যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এই পরিকল্পনার কথা জানাননি যে, ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটির বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পান। আদানির ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও বহু লোকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। মার্কিন উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, এই অভিযোগে বলা হয়েছে- তারা আমেরিকার বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির কন্ট্রাক্ট গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন।