ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবের বিরুদ্ধে আবারও ভেটো দিয়েছে আমেরিকা। এর ফলে আবারও আটকে গেছে যুদ্ধবিরতির প্রচেষ্টা। অবশ্য, যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেওয়ার কারণ হিসেবে ওয়াশিংটন জানিয়েছে, এখনই যুদ্ধবিরতি প্রস্তাব পাস হলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা উৎসাহিত হবে। ফলে গাজায় আটক থাকা বন্দিদের উদ্ধার অনেকটা কঠিন হয়ে পড়বে। তথ্যসূত্র : বিবিমি, এএফপি, সিনহুয়া
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, 'এই যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের জন্য ভয়ংকর বার্তা বয়ে আনবে। কারণ, বন্দিদের উদ্ধারে আলোচনার টেবিলে বসে সমঝোতা না করলে তাদের মুক্তিলাভ কখনোই সম্ভব হবে না।'
বুধবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের তীব্র সমালোচনা করেছে আমেরিকা। দেশটির দাবি, যুদ্ধবিরতির জন্য এ ধরনের প্রস্তাব সামনে এনে সমঝোতার প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে।
যদিও নিরাপত্তা পরিষদের ১৫টির মধ্যে ১০টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একইসঙ্গে গাজায় আটক থাকা বন্দিদের মুক্তি দাবি করা হয়।
তবে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে আমেরিকা ভেটো ক্ষমতা প্রয়োগ করলে প্রস্তাবটি আটকে যায়। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ইসরায়েলি বন্দিদের কথা ভুলে গেছে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা বন্দিদের ভুলে যেতে পারি না।'
গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও আমেরিকার এই ভেটোকে সংকট সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এতে পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ আরও প্রকট হয়েছে।
গাজায় যুদ্ধবিরতি ছাড়া কোনো বন্দি
বিনিময় হবে না : হামাস
এদিকে, হামাসের ভারপ্রাপ্ত গাজাপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ফিলিস্তিনি ছিটমহলের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে জিম্মি-বন্দিদের বিনিময় চুক্তি হবে না। হামাস পরিচালিত 'আল-আকসা টিভি' বুধবার এ তথ্য জানিয়েছে।
বুধবার লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে খলিল আল-হাইয়া বলেন, 'আমরা স্পষ্টভাবে বলছি, এই আগ্রাসন বন্ধ করতে চাই এবং যে কোনো বন্দি বিনিময় করার জন্য প্রথমে এটি বন্ধ করতে হবে।'
আল-হাইয়া উলেস্নখ করেন, যুদ্ধবিরতির বিষয়ে বিভিন্ন দেশ ও মধ্যস্থতাকারীদের সঙ্গে তাদের যোগাযোগ চলমান রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস 'প্রস্তুত' এবং 'সক্রিয়'। তিনি আগ্রাসন বন্ধ করার জন্য 'দখলদার ইসরায়েলের প্রকৃত ইচ্ছার' মূল মিথ্যার সমালোচনা করেন।