বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ হিজবুলস্নাহর, শর্ত নেতানিয়াহুর

যাযাদি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ হিজবুলস্নাহর, শর্ত নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর সঙ্গে সমঝোতার জন্য তিনটি শর্তের রূপরেখা দিয়েছেন। সোমবার ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু হিজবুলস্নাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে দূরে সরে যেতে, সিরিয়া থেকে অস্ত্র সরবরাহের লাইন বন্ধ করতে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীকে অবাধে কাজ করার স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছেন। আনাদলু

নেতানিয়াহু চলমান সংঘাতের 'সাতটি ফ্রন্ট'- গাজা, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক ও সিরিয়া- সবগুলোর নেপথ্যে ইরান রয়েছে অভিযোগ করেছেন।

হিজবুলস্নাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা হামলার অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা তেল আবিব এবং বৈরুতের মধ্যে মধ্যস্থতা করছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম 'কেএএনে'র খবর বলছে, মার্কিন দূত আমোস হোচস্টেইন আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে লেবাননের প্রতিক্রিয়া পেতে মঙ্গলবার বৈরুতে পৌঁছাবেন। হোচস্টেইনের বুধবার ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানান, বৈরুত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব পেয়েছে। তবে প্রস্তাবটিতে 'লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর যে কোনো ধরনের চলাচলের স্বাধীনতা' অন্তর্ভুক্ত থাকায় তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এই শর্তটিকে তিনি 'অগ্রহণযোগ্য' এবং 'অ-আলোচনাযোগ্য' বলে বর্ণনা করেন। তিনি লেবাননের সার্বভৌমত্বের সঙ্গে আপস না করার কথা পুনর্ব্যক্ত করেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুলস্নাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। চলতি বছরের সেপ্টেম্বরে হিজবুলস্নাহ গোষ্ঠীকে লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত মাস থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় তিন হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত, প্রায় ১৫ হাজার আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচু্যত হয়েছেন।

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুলস্নাহ

এদিকে, লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহ ইসরায়েলের সঙ্গে আমেরিকার প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুলস্নাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত যতটা হয়েছে তাতে চূড়ান্ত চুক্তি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে