বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের নতুন পরিবহণমন্ত্রী ফক্স নিউজের শন ডাফি

যাযাদি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
ট্রাম্পের নতুন পরিবহণমন্ত্রী ফক্স নিউজের শন ডাফি

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের পরিবহণমন্ত্রী হিসেবে উইসকনসিনের সাবেক প্রতিনিধি এবং ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে মনোনীত করেছেন।

শেন ডাফির সিনেটে নিয়োগ অনুমোদন পেলে তিনি বিমান, গাড়ি, রেল, ট্রানজিট ও অন্যান্য পরিবহণ সেবার নীতিমালার দায়িত্বে থাকবেন। পাশাপাশি, বাইডেন প্রশাসনের বরাদ্দ করা ১১০ বিলিয়ন ডলারের বাজেটও তার হাতে থাকবে। ২০২১ সালে বিগত প্রশাসন পরিবহণ অবকাঠামো আইন সংস্কারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়, যার মধ্যে বিদু্যৎচালিত গাড়ির চার্জিং স্টেশন নির্মাণের জন্য অর্থও অন্তর্ভুক্ত ছিল।

গত শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে ডাফি লিখেছেন, 'আমি আপনাদের পরিবহণ খাতের সোনালি যুগে নিয়ে যেতে খুবই আগ্রহী।'

তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে