বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় ৪৫ জনের কারাদন্ড

যাযাদি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় ৪৫ জনের কারাদন্ড

হংকংয়ের সর্বোচ্চ আদালত ৪৫ গণতন্ত্রপন্থি কর্মীকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। মঙ্গলবার দেওয়া এই রায়ে তাদের চার থেকে সর্বোচ্চ ১০ বছর করে কারাদন্ড দিয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলার রায় হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনে বড় আঘাত ও আমেরিকাসহ বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়েছে। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি

নাশকতা করার ষড়যন্ত্রের অভিযোগে ২০২১ সালে মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর বেইজিং প্রণীত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়। এ মামলায় তাদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ডের ঝুঁকিতে পড়তে হয়েছিল। আন্দোলনের একজন সংগঠক হিসেবে চিহ্নিত সাবেক আইনের অধ্যাপক বেনি তাইকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছে। সাজাপ্রাপ্তদের মুক্তি দাবি করে তারা বলেছে, এই কর্মীরা শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছিলেন।

অন্যদিকে, বেইজিং ও হংকংয়ের কর্তৃপক্ষ বলেছে, গণতন্ত্রপন্থি বিক্ষোভে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন অত্যন্ত প্রয়োজন ছিল। অভিযুক্তদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে