বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ থাই প্রধানমন্ত্রীর

যাযাদি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপে উভয়েই একে অপরের প্রশাসনকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে থাইল্যান্ডের পররাষ্ট্র দপ্তর।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী পেতংতার্ন মার্কিন আমেরিকার সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প তার কাজের প্রশংসা করে বলেন, আমেরিকা থাইল্যান্ডের পাশে আছে, থাকবে। তিনি বলেন, থাইল্যান্ড একটি সুন্দর দেশ।

থাইল্যান্ড এবং আমেরিকা এশিয়ায় পুরনো মিত্ররাষ্ট্র এবং দেশটিতে আমেরিকার অন্যতম বৃহত্তম কূটনৈতিক উপস্থিতির স্থান। উভয় দেশ প্রতিবছর যৌথ সামরিক মহড়া পরিচালনা করে এবং বিভিন্ন বিনিময়ে অংশগ্রহণ করে, যার মধ্যে আইন প্রয়োগ সম্পর্কিত কার্যক্রমও রয়েছে।

থাইল্যান্ড এবং অন্যান্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো- যেমন ভিয়েতনাম, যাদের অটোমোবাইল এবং ইলেকট্রনিক পণ্য তৈরির কারখানা রয়েছে, ট্রাম্পের সম্ভাব্য নীতি অনুযায়ী, চীনা আমদানির ওপর শুল্ক বাড়ানোর সুবিধা পেতে পারে।

তথ্যসূত্র : আল-অ্যারাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে