তেল সংস্থার সিইও ক্রিস ট্রাম্পের জ্বালানি মন্ত্রী

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্রিস রাইট
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের জ্বালানি মন্ত্রী হিসেবে একটি তেল সংস্থার সিইও ক্রিস রাইটকে মনোনীত করেছেন। ক্রিস রাইট 'লিবার্টি অ্যানার্জি' নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম বড় তহবিল জোগানদাতা হিসেবে ট্রাম্পের সঙ্গে সখ্য রয়েছে তার। জীবাশ্ম জ্বালানি শিল্প ও জ্বালানির স্বাধীনতাকে উন্নীত করে- এমন নীতিগুলোর কট্টর সমর্থক ক্রিস। তাকে নতুন প্রশাসনে জ্বালানি মন্ত্রী করার কথা শনিবার জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের মতে, তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে এবং বিদু্যতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাকে এগিয়ে নিতে পারবেন ক্রিস। কারণ, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানির চাহিদা ক্রমেই বাড়ছে। ক্রিস জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়া ঘটনার মধ্যে যোগসূত্র সমর্থন করেন না। তথ্যসূত্র : সিনহুয়া