ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ছয়জনের মরদেহ উদ্ধারের পর থেকে হিন্দু ধর্মাবলম্বী মেইতেইদের বিক্ষোভে পুড়ছে রাজ্যটির ইম্ফল উপত্যকা। এই পরিস্থিতিতে রোববার মহারাষ্ট্রে ভোটপ্রচারের কর্মসূচি বাতিল করে দিলিস্ন ফিরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
শনিবার ইম্ফলে তিন মন্ত্রী এবং ছয়জন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। এরপরই মহারাষ্ট্রে প্রচারণা কর্মসূচি বাতিল করে দিলিস্ন ফিরে গেলেন অমিত শাহ।
শুক্র ও শনিবার মণিপুর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। মেইতেইরা মনে করছে, ওই ছয়জনের মরদেহ জিরিবাম থেকে অপহৃত তিন নারী ও তিন শিশুর। তারা একই পরিবারের সদস্য ছিলেন। খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি বিদ্রোহীরা তাদের অপহরণ করে বলে অভিযোগ রয়েছে।
যদিও মণিপুর সরকারের পক্ষ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।