বাইডেনের মতো স্মৃতিশক্তি হারাচ্ছেন মোদি :রাহুল

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাহুল গান্ধী, নরেন্দ্র মোদি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায়ই শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের নাম ভুলে যাওয়ার জন্য খবরের শিরোনাম হয়েছেন। এবার জো বাইডেনের সঙ্গে তুলনা টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (১৬ নভেম্বর) মহারাষ্ট্রের অমরাবতীতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে রাহুল বলেন, 'মার্কিন প্রেসিডেন্টের মতোই স্মৃতিভ্রম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির।' তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস জনসভায় কংগ্রেস নেতা বলেন, 'আমার বোন (প্রিয়াঙ্কা) আমাকে বলেছিলেন যে, তিনি মোদিজির বক্তৃতা শুনেছেন। আমাদের ভাষণে আমরা যাই বলি না কেন, মোদিজি আজকাল একই কথা বলছেন। আমি জানি না কেন? হয়তো তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। আমেরিকার প্রেসিডেন্ট প্রায়ই নেতাদের নাম ভুলে যান। তাকে পেছন থেকে নাম স্মরণ করিয়ে দিতে হয়। একইভাবে আমাদের প্রধানমন্ত্রীও স্মৃতি হারাচ্ছেন বলে মনে হচ্ছে।' রাহুল আরও বলেন, 'লোকসভায় মোদিজিকে বলেছিলাম যে, কংগ্রেস এবং ইনডিয়া বস্নক ৫০ শতাংশ সংরক্ষণের সীমা তুলে দেবে। কিন্তু এখন মোদিজি বলছেন, আমি সংরক্ষণের বিরোধী।' এরপরই মোদিকে নিশানা করে রাহুল বলেন, 'আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন।' এদিনের সমাবেশে রাহুল গান্ধী আবারও দেশব্যাপী জনশুমারির পক্ষে কথা বলেন। মোদি সরকারকে এটি পরিচালনা করার আহ্বান জানান। জনশুমারি প্রসঙ্গে রাহুল মন্তব্য করেন, 'আমি মোদিজিকে শুমারি করতে বলেছিলাম। দেশে কত দলিত, আদিবাসী এবং ওবিসি আছে, সেটা জানা উচিত। এরপর হয়তো মোদিজি বলবেন যে, আমি জনশুমারির বিরুদ্ধে।' এ ছাড়াও সংবিধানের প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, 'আমরা গত এক বছর ধরে বলে আসছি যে, বিজেপি সংবিধানকে আক্রমণ করছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি বলছেন, কংগ্রেস সংবিধানকে আক্রমণ করছে।' অন্যদিকে, এদিন হেলিকপ্টারে করে অমরাবতীতে পৌঁছা মাত্রই রাহুল গান্ধীর ব্যাগ চেক করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এ ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে কংগ্রেস এবং অন্য বিরোধীরা। উলেস্নখ্য, ২৮৮টি আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হবে আগামী ২০ নভেম্বর। ভোট গণনা হবে তিন দিন পর।