সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
একমত বাইডেন-জিনপিং

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করা উচিত মানুষের, এআই নয়

যাযাদি ডেস্ক
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
জো বাইডেন ও শি জিনপিং

পরমাণু বোমা। সভ্যতার বুকে এক দগদগে অভিশাপের মতো। কিন্তু আজও বিশ্বের বহু দেশের ভান্ডারে মজুত রয়েছে এই মারণাস্ত্র। তবে কখনো যদি কেউ সেই অস্ত্রের প্রয়োগ করে, সে যেন মানুষই হয়। কোনো এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা) নয়। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুইজনেই এ বিষয়ে শনিবার একমত হয়েছেন পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকনোমিক করপোরেশনের সম্মেলনে। তথ্যসূত্র : রয়টার্স, এএফপি

হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, 'পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণের বিষয়ে একমত দুই রাষ্ট্রনেতা। সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তির উন্নতি সাধনের সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও খেয়াল রাখার ওপর জোর দিয়েছেন তারা।' এই মতৈক্যের সূত্র ধরে দুই নেতা এ বিষয়ে আরও আলোচনা করবেন কিনা বা কোনো ব্যবস্থা নেবেন কিনা, সেটি স্পষ্ট নয়। তবে এটি দুটি বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার প্রথম এ ধরনের পদক্ষেপ, যে বিষয় দুটিতে অগ্রগতি এতদিন অধরা ছিল।

পারমাণবিক অস্ত্র আলোচনায় দীর্ঘদিনের প্রতিরোধ ভেঙে দেওয়ার জন্য বেইজিংকে কয়েক মাস থেকেই তাগাদা দিয়ে আসছে ওয়াশিংটন। দুই দেশ নভেম্বরে পারমাণবিক অস্ত্র নিয়ে সরকারি পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা শুরু করেছিল। কিন্তু এরপর থেকেই আলোচনা থমকে আছে।

প্রসঙ্গত, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কারণেই নাকি বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার! এমন আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। বিশেষ করে 'চ্যাটজিপিটি'র মতো বটের আবির্ভাবের পর থেকে সেই সম্ভাবনা আরও জোরাল হয়েছে। এর আগে এমন আশঙ্কার কথা শুনিয়ে গেছেন স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী। একই সুর শোনা গেছে সদ্য নোবেলজয়ী বিজ্ঞানীর মুখেও। ২০২৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন। অথচ সেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েই সবাইকে সতর্ক করছেন খোদ হোপফিল্ড। তার দাবি, এআই সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ অত্যন্ত 'আপত্তিকর'। যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে 'সম্ভাব্য বিপর্যয়ে'র জন্য প্রস্তুত হতে হবে মানব সভ্যতাকে। এবার বাইডেন-জিনপিংয়ের কথাতেও সেই উদ্বেগই ফুটে উঠল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে