বিশ্বে এই মুহূর্তে সেরা সামরিক ড্রোন উৎপাদনকারী দেশ হচ্ছে তুরস্ক। দেশটির প্রধান ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'বায়কার' এমন একটি অত্যাধুনিক সামরিক ড্রোনের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে, যা তুরস্কের সমরাস্ত্র ভান্ডারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে
'আকিনসি' নামে নতুন এই সামরিক ড্রোনটি দুটি এইচএ-২৩০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করে ১৫৫ কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে লক্ষবস্তুতে আঘাত হানতে
সক্ষম হয়েছে।
এই ড্রোন তৈরির ফলে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তির সামরিক ড্রোন প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে গেল।
তথ্যসূত্র : এএফপি