আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটকে বেছে নিয়েছেন। তার প্রচার শিবিরের মুখপাত্র ২৭ বছর বয়সি এই ক্যারোলিন লেভিট হতে যাচ্ছেন আমেরিককার ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।
এক বিবৃতিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জানিয়েছেন, লেভিট আমেরিকান জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের প্রেস অফিসেও দায়িত্ব পালন করেন লেভিট। তাই ট্রাম্পের বিশ্বাস, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও লেভিট তার কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন। ট্রাম্প লেভিটের প্রশংসা করে আরও বলেন, ক্যারোলিন স্মার্ট, কঠোর পরিশ্রমী এবং তার যোগাযোগ দক্ষতা অত্যন্ত সাবলীল।
নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট তার নিজ রাজ্যের ক্যাথলিক কলেজ সেইন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। অধ্যয়নরত অবস্থাতেই তিনি 'ফক্স নিউজে' এবং ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেন। লেভিট ২০১৯ সালে স্নাতক পাস করার পরপরই প্রথম ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস অফিসের জন্য কাজ শুরু করেন। তথ্যসূত্র : বিবিসি