বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
ইসরায়েলি আগ্রাসন

গাজা-লেবাননে আরও ৮৭ জন নিহত

যাযাদি ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
গাজা-লেবাননে আরও ৮৭ জন নিহত
লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ড ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনি ও লেবাননে ৫৯ জন নিহত হয়েছেন। এতে করে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৭৫০ ছাড়িয়ে গেছে। আর লেবাননে মৃতের সংখ্যা তিন হাজার ৪৪৫ জন ছাড়িয়েছে। তথ্যসূত্র : আনাদলু, আল-জাজিরা, রয়টার্স, এএফপি

শুক্রবার অবরুদ্ধ গাজা ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লাগাতার এই হামলায় আরও অন্তত এক লাখ তিন হাজার ৪৯০ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৮ জন নিহত এবং আরও ১২০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখন্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

এদিকে, লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও দুইশ লেবাবনিজ। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত দিনের হামলায় আরও ১৮২ জন আহত হয়েছেন।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর সঙ্গে সংঘাত চলছে দখলদার ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুলস্নাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

লেবানন থেকে ২০ রকেট নিক্ষেপ

লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টি মতো রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এর আগেও লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে।

'টেলিগ্রামে' এক পোস্টে বলা হয়েছে, প্রজেক্টাইল এবং কয়েক দফা রকেট দিয়ে হামলা চালানোর কারণে স্থানীয় সময় শনিবার সকাল ৯-৫৮ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে সাইরেন বেজে উঠেছে। তবে এসব রকেট প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও উলেস্নখ করা হয়েছে।

এর আগে লেবাননের সিভিল ডিফেন্স সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানে থাকা অন্তত ১২ জন প্যারামেডিকস নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে লেবাননের যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান। শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলি লারিজানির সঙ্গে সাক্ষাৎ করেছেন হিজবুলস্নাহ সমর্থিত লেবানন পার্লামেন্টের স্পিকার নবিহ বেরি।

দুই শীর্ষ লেবানিজ রাজনৈতিক সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার লেবানিজ পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননের মার্কিন রাষ্ট্রদূত। হিজবুলস্নাহর পক্ষ থেকে তাকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে