বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের

যাযাদি ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের

ব্যাপক হারে আত্মঘাতী ড্রোনের উৎপাদনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। শুক্রবার রাষ্ট্রীয় মিডিয়া 'কেসিএনএ' জানিয়েছে, আত্মঘাতী এই ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার দেখেন কিম। এরপর ব্যাপকহারে সেগুলোর উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন তিনি।

উত্তর কোরিয়ার আনম্যানড এরিয়াল টেকনলজি কমপেস্নক্স (ইউএসিটি) সেগুলো ড্রোন উৎপাদন করবে।

উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মধ্যেই এই খবরটি এলো।

কিম বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই ড্রোনের উৎপাদন বাড়াতে হবে এবং তা পুরোদমে চালিয়ে যেতে হবে।

আত্মঘাতী ড্রোনের মধ্যে বিস্ফোরক থাকে। ড্রোনটি নিখুঁতভাবে লক্ষ্যে গিয়ে আছড়ে পড়লে তা বিস্ফোরিত হয়।

আগস্টে প্রথমবার এই আত্মঘাতী ড্রোনের কথা জানায় উত্তর কোরিয়া। কেসিএনএ জানিয়েছে, চলতি সপ্তাহে আত্মঘাতী ড্রোনের যে পরীক্ষা হয়েছে, তাতে সেগুলো নিখুঁত লক্ষ্যে গিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছে। মাটিতে বা সমুদ্রের বিভিন্ন দূরত্বে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে এই ড্রোন আঘাত হানতে পারে।

কিম বলেছেন, ড্রোনগুলো ব্যবহার করাও খুবই সহজ। আর সেগুলোর আঘাত করার শক্তিও ব্যাপক। একইসঙ্গে এই ড্রোন উৎপাদনের খরচও তেমন

বেশি নয়।

উত্তর কোরিয়া সম্প্রতি ড্রোন তৈরির ওপর খুবই গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কিম। এগুলো দেশের সামগ্রিক সামরিক কৌশলের অঙ্গ হয়ে গেছে। তথ্যসূত্র : ডিডবিস্নউ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে