ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী দিলিস্ন। শহরটির 'এয়ার কোয়ালিটি' ৪০০ ছাড়িয়ে গেছে, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমন পরিস্থিতিতে শহরের সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেওয়া হয়েছে একাধিক নির্দেশনা। তথ্যসূত্র : এনডিটিভি
দূষণের প্রকোপে দিলিস্ন ছাড়াও রয়েছে নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা কমে ৫০০ থেকে ৮০০ মিটারে দাঁড়িয়েছে। তার জন্য স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে যান ও বিমান চলাচল। এই কারণেই মূলত বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, দিলিস্নতে বায়ুদূষণ মোকাবিলায় শুক্রবার সকাল ৮টা থেকেই কার্যকর হয়েছে 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন পস্ন্যান-৩' বা জিআরএপি-৩। দিলিস্নর মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশিকা মেনে চলতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো- প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন পঠনপাঠন।
পাশাপাশি মানহীন পেট্রলচালিত গাড়ি ও ডিজেলচালিত গাড়ি চলাচল নিষিদ্ধ। মূলত তাপমাত্রা হ্রাস, ধোঁয়া, ধূলিকণা, বাতাসের কম গতি, যানবাহন থেকে ধোঁয়া নির্গমন এবং ফসলের খড় পোড়ানোর কারণে শীতকালে দিলিস্ন এবং উত্তর ভারতের রাজ্যগুলো প্রতি বছর ধোঁয়াশার সম্মুখীন হয়ে থাকে।