সিরিয়ার দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আবাসিক ভবনে চালানো এই হামলায় ১৫ জন নিহত হয়েছেন। ইসরায়েল অবশ্য দাবি করেছে, তারা সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে। তথ্যসূত্র : রয়টার্স বৃহস্পতিবার দামেস্কে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হন বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, হামলার শিকার হওয়া ভবনগুলো সামরিক স্থাপনা এবং ইসলামিক জিহাদ গ্রম্নপের সদর দপ্তর। সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে নিউজ এজেন্সি 'সানা' জানিয়েছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমে মাজ্জেহ এবং কুদসায়ার শহরতলীতে বেশ কয়েকটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান আরও বেড়েছে। লেবাননের হিজবুলস্নাহ সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ায় অবস্থিত ইরানের বিপস্নবী গার্ডের কমান্ডাররা মাজ্জেহে বসবাস করছেন বলে সম্প্রতি জানা গিয়েছিল। এছাড়া মাজ্জেহের বহুতল বস্নকগুলো অতীতে হামাস এবং ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি দলগুলোর নেতাদের বসবাসের জন্য সিরীয় কর্তৃপক্ষ ব্যবহার করেছে। মাজ্জেহ এলাকা থেকে বার্তা সংস্থা 'এপি'র সাংবাদিক জানান, একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচতলা একটি ভবনের বেজমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মাজ্জেহ এলাকায় হামলাটি তাদের একটি অফিসকে লক্ষ্য করে চালানো হয়, যেখানে তাদের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুলস্নাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি দামেস্কে ইরানি দূতাবাসে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় ছিলেন। এ সময় এসব বিমান হামলা করা হয়। এছাড়া বৃহস্পতিবার দামেস্কের গ্রামাঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়নি। আলাদাভাবে, সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়াও জানিয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার হোমসের দক্ষিণ-পশ্চিমে কুসায়ের এলাকায় একটি সেতু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।