ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে দুটি বিস্ফোরণের পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশটির রাজধানী ব্রাসিলিয়াতে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তথ্যসূত্র : বিবিসি
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আদালতের অধিবেশন শেষ হওয়ার কিছুক্ষণ পরই দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই আদালত খালি করে ফেলা হয়। সব বিচারপতি ও কর্মচারী নিরাপদে ভবন ছেড়ে চলে যান।
স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে একজন মারা গেছেন, তবে তার পরিচয় জানাতে পারেনি।
ব্রাজিলের ফেডারেল জেলার লেফটেন্যান্ট গভর্নর সেলিনা লিও নতুন ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার কংগ্রেস বন্ধ রাখার সুপারিশ করেছেন। তিনি বলেন, 'পুলিশ বিশ্বাস করে, নিহত ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়েছেন।'
লিও একটি সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা এটিকে আত্মঘাতী হামলা হিসেবে বিবেচনা করছি। কারণ, ঘটনার শিকার একজনই ছিলেন। তবে তদন্তে দেখা যাবে, আসলেই এমনটি ছিল কিনা।' তিনি আরও বলেন, 'কেবলমাত্র ফরেনসিক পরীক্ষা মরদেহের পরিচয় শনাক্ত করতে সক্ষম হবে।' মৃত ব্যক্তির দেহ দুই ঘণ্টা আদালতের বাইরে পড়ে ছিল।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, আদালতের বাইরে প্রথম বিস্ফোরণের ২০ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।