ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুলস্নাহ। তথ্যসূত্র : এএফপি
হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ দখলকৃত অঞ্চলের উত্তরে হিজবুলস্নাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
ইয়োনা ইয়াহাভ বলেন, হাইফায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে, রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে গেছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে সেটা প্রভাবিত করবে।
অধিকৃত অঞ্চলের গভীরে হিজবুলস্নাহর হামলা বৃদ্ধি পেয়েছে এবং হিজবুলস্নাহর ড্রোনগুলো হাইফার বিভিন্ন অবস্থানে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
গত মাসে হিজবুলস্নাহর কার্যক্রমের গতি চারগুণ বেড়েছে এবং একই সময় হিজবুলস্নাহ যোদ্ধারা আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
হিজবুলস্নাহর ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া এবং একইসঙ্গে মিডিয়াগুলো বলছে যে, উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদীরা যারা বিগত মাসগুলো থেকে বাস্তুচু্যত হয়েছে, তাদের ফিরে আসার কোনো ইচ্ছা নেই।