বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
ইসরায়েলি আগ্রাসন

এক মাসে গাজায় ২০ ত্রাণকর্মী নিহত

গাজায় অভিযান শেষ করার সময় এসেছে : বিস্নংকেন হিজবুলস্নাহর সঙ্গে লড়াইয়ে ছয় ইসরায়েলি সেনা নিহত
যাযাদি ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
এক মাসে গাজায় ২০ ত্রাণকর্মী নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ত্রাণকর্মী নিহত হয়েছেন। সেখানে নিযুক্ত বিভিন্ন দাতব্য সংস্থা জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব কর্মী তাদের নিজ বাড়িতে, বাস্তুচু্যত শিবিরে এবং সহায়তা কার্যক্রম পরিচালনা করার সময় নিহত হয়েছেন। তথ্যসূত্র : আল-জাজিরা, রয়টার্স

ইসরায়েলের হামলায় অনেক সহায়তা কর্মীই তাদের পরিবারের সদস্য এবং নিকট-আত্মীয়দের হারিয়েছেন। 'অক্সফামের' সঙ্গে কাজ করা চারজন প্রকৌশলী এবং আরও বেশ কয়েকজন কর্মীও নিহত হয়েছেন। তারা গত ১৯ অক্টোবর খান ইউনিসের পূর্বে অবস্থিত খুজাতে পানির অবকাঠামো মেরামত করতে যাওয়ার সময় নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় থাকার পরও স্পষ্টভাবে চিহ্নিত করে তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে।

গত বছরের অক্টোবরে ইসরায়েলি বাহিনী গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত তিন শতাধিক ত্রাণকর্মী নিহত হয়েছেন। এটি বিশ্বের যে কোনো সংঘাতে রেকর্ড হওয়া সর্বোচ্চ সংখ্যা।

অন্যদিকে, দখলদার ইসরায়েলের হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮২ জন। হামলার পর ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়েছেন অনেকে। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭১২ জনে পৌঁছেছে বলে ভূখন্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ তিন হাজার ২৫৮ জন আহত হয়েছেন।

এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন। তিনি আরও বলেন, ইসরায়েল যদি খুব দ্রম্নত এই যুদ্ধ না থামায়, তাহলে দেশটিকে মানবতাবিরোধী অপরাধের মুখে পড়তে হবে। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার ইসরায়েলের কৌশলগত সম্পর্ক-বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে বৈঠক করেন বিস্নংকেন।

হিজবুলস্নাহর সঙ্গে লড়াইয়ে ছয়

ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুলস্নাহর যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। বুধবার রাতে আইডিএফ জানায়, নিহত সেনারা সবাই গোলানি ব্রিগেডের ৫১ ব্যাটালিয়নের সদস্য।

নিহতদের মধ্যে একজন ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাপ্টেন পর্যায়ের কর্মকর্তা আর বাকি সবাই সার্জেন্ট অথবা ফার্স্ট সার্জেন্ট। তাদের সবার বয়স ২০-২২ বছরের মধ্যে।

ইসরায়েলি গণমাধ্যম 'হারেৎস' জানিয়েছে, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের এক গ্রামে একটি ভবনে প্রবেশ করার পর প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটে। ওই ভবনটিতে চার হিজবুলস্নাহ যোদ্ধা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে গোলাগুলিতে ওই ইসরায়েলি সেনারা নিহত হয়।

এ ঘটনায় আহত অপর এক সেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম 'কান' জানিয়েছে, পরে ইসরায়েলি বাহিনী পাল্টা হামলা চালিয়ে ওই চার হিজবুলস্নাহ যোদ্ধাকেও হত্যা করেছে।

আইডিএফের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৭৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, তাদের মধ্যে ৩৭৩ জন নিহত হয়েছে ১ অক্টোবর দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করার পর থেকে।

এর আগে ২ অক্টোবর দক্ষিণ লেবাননে হিজবুলস্নাহ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর আট সেনা নিহত হয়েছিল। এ পর্যন্ত সেটিই লেবাননে একদিনে সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে