জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস

জার্মানি পার্লামেন্টে আস্থা ভোট দেবেন চ্যান্সেলর

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস আগামী ১৬ ডিসেম্বর পার্লামেন্টে আস্থা ভোট দেবেন। আস্থা ভোটে হেরে গেলে শলৎসের জোট সরকারের পতনসহ আগাম নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এদিকে, জার্মান পার্লামেন্টের কয়েকটি সূত্র জানিয়েছেন, আস্থা ভোটে হেরে গেলে আগামী ২৩ ফেব্রম্নয়ারি আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানান, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি ও বিরোধী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। গত সপ্তাহে শলৎসের জোট সরকারে ভাঙন দেখা দেয়। জোটে থাকা এফডিপির এমপি ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিষ্কার করেন চ্যান্সেলর ওলাফ শলৎস। এর পরিপ্রেক্ষিতে জোটের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আর জোট থেকে নিজেদের সরিয়ে নেয় ফ্রি ডেমোক্রেটিক পার্টি বা এফডিপি। তথ্যসূত্র : এএফপি