মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শ্রীলংকায় পার্লামেন্ট নির্বাচন আজ

যাযাদি ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
শ্রীলংকায় পার্লামেন্ট নির্বাচন আজ

আজ শ্রীলংকায় ১৭তম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০২০ এর আগস্টে কোভিড-১৯ মহামারির মধ্যে দেশটির শেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। দেশটির আইনপ্রণেতারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

কয়েক দশক ধরে শ্রীলংকার রাজনীতি নিয়ন্ত্রণ করে আসা পরিবারতান্ত্রিক পার্টিগুলোর বিবেচনায় প্রেসিডেন্ট কুমারা দিশানায়েকে প্রায় একজন বহিরাগত ছিলেন। কিন্তু বিপর্যয়কর অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে থাকা দ্বীপ দেশটির ভবিষ্যৎ সংস্কারের রূপরেখা প্রণয়ণের দায়িত্ব মার্ক্সবাদী এই রাজনীতিকের কাঁধে তুলে দেন তার দেশবাসী।

দিশানায়েকে যে নীতিমালার প্রতিশ্রম্নতি দিয়েছেন, এর মধ্যে আছে- কঠোর দুর্নীতিবিরোধী আইন প্রণয়, এ সংক্রান্ত উদ্যোগ বাস্তবায়ন, বড় ধরনের কল্যাণ প্রকল্প নেওয়া এবং করের বোঝা কমানো। এসব প্রতিশ্রম্নতি বাস্তবায়ন করতে নতুন সরকারকে শ্রীলংকার রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজাতে হবে- এমন কথা আগেই জোর দিয়ে বলেছিলেন তিনি।

রোববার এক নির্বাচনী প্রচারে দিশানায়েকে বলেছেন, 'আগের নির্বাচনগুলোতে জনগণের আমাদের ওপর আস্থা ছিল না, কিন্তু সেপ্টেম্বরে জনগণ আমাদের বিজয়ী করেছে আর এতে প্রমাণ হয়েছে, আমরা একটি জয়ী দল এবং আমরা একটি সরকার গঠন করতে পারি।'

পরবর্তী কাজ হবে দেশটির বিভিন্ন অংশ থেকে আসা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা।

এবারের নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টের অধিকাংশ আসনে নতুন মুখের আগমণ ঘটবে বলে ধারণা পর্যবেক্ষকদের। বিশেষ করে শ্রীলংকার রাজনীতিতে দীর্ঘ দিন ধরে যারা প্রতিনিধিত্ব করেছেন, তাদের অনেকেই এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে