মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
ইউক্রেন ইসু্য

ট্রাম্প-পুতিনের কথাই হয়নি, মার্কিন সংবাদপত্রের খবর নাকচ মস্কোর

'পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর মান যে নেমে যাচ্ছে, এ ধরনের সংবাদ প্রকাশ তারই প্রমাণ'
যাযাদি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
ট্রাম্প-পুতিনের কথাই হয়নি, মার্কিন সংবাদপত্রের খবর নাকচ মস্কোর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ফোনে ভস্নাদিমির পুতিনকে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করেছিল বিখ্যাত মার্কিন সংবাদপত্র 'ওয়াশিংটন পোস্ট'। কিন্তু সেই খবর নস্যাৎ করে দিয়েছে ক্রেমলিন। তাদের দাবি, এ তথ্য সঠিক নয়। ফোনে দুইজনের কথাই হয়নি। ক্রেমলিনের মুখপাত্র এবং পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ এই সংবাদকে 'অসত্য' এবং 'কাল্পনিক' বলেও উলেস্নখ করেছেন। তথ্যসূত্র : রয়টার্স

সোমবার খবর ছড়িয়ে পড়ে, প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েই পুতিনকে ফোন করেছেন ট্রাম্প। দুই বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। শোনা গেছে, ট্রাম্প নিজেই ফোন করেছিলেন পুতিনকে। আগামী দিনে পুতিন যেন আর যুদ্ধ না বাড়ান- এমনটাই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প। এ খবর প্রকাশ করে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের দাবি, গোটা ঘটনা প্রসঙ্গে ওয়াকিবহাল কয়েকজনের কথার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

কিন্তু ওয়াশিংটন পোস্টের এই দাবিকে 'অসত্য খবর' বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট বলেন, 'এ তথ্য একেবারে ভুয়া। রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের কোনো কথাই হয়নি।' ক্রেমলিনের ব্রিফিংয়ে পেসকভ বলেন, 'পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর মান যে ক্রমশ নেমে যাচ্ছে, এ ধরনের কাল্পনিক তথ্যনির্ভর সংবাদ প্রকাশ তার প্রমাণ।'

উলেস্নখ্য, ওয়াশিংটন পোস্টের দাবি ছিল, ফ্লোরিডায় নিজের বিলাসবহুল বাংলো মার-এ-লাগো থেকেই রিপাবলিকান নেতা ফোন করেন রুশ প্রেসিডেন্টকে। তাকে বলেন, ক্রেমলিন যেন আগামী দিনে যুদ্ধের গতি না বাড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে