বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আরও ছয়টি ট্রাম্প টাওয়ার নির্মাণ হচ্ছে ভারতে!

যাযাদি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
আরও ছয়টি ট্রাম্প টাওয়ার নির্মাণ হচ্ছে ভারতে!

ট্রাম্প টাওয়ার আমেরিকার একটি সুপরিচিত বহুতল ভবন। আমেরিকার অন্যতম বিখ্যাত ভবন বললেও ভুল হবে না। এবার ট্রাম্পের নামাঙ্কিত সে রকমই ছয়টি বহুতল ভবন তৈরি হবে ভারতে।

সদ্য শেষ হওয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই জয়ের পাঁচ দিনের মাথায় ভারতে আরও ছয়টি 'ট্রাম্প টাওয়ার' তৈরি করার ইঙ্গিত দিয়েছে ট্রাম্পের মালিকানাধীন সংস্থা। যার ফলে আমেরিকার বাইরে ভারতই ট্রাম্প টাওয়ারের বৃহত্তম 'রিয়েল এস্টেট হাব' হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প টাওয়ার হলো নিউইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল ভবন। ট্রাম্পের সংস্থা 'দ্য ট্রাম্প অর্গানাইজেশন'-এর দপ্তর। ওই বহুতলে এক বিলাসবহুল পেন্টহাউসও রয়েছে ট্রাম্পের। ২০১৯ পর্যন্ত সপরিবারে ওখানেই থাকতেন তিনি।

ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের লাইসেন্সপ্রাপ্ত অংশীদার 'ট্রিবেকা ডেভেলপারস' পুনে, গুরুগ্রাম, নয়ডা, মুম্বাই, হায়দরাবাদ এবং ব্যাঙ্গালুরুতে এই ছয়টি টাওয়ারের চুক্তি এরই মধ্যেই চূড়ান্ত করেছে। তথ্যসূত্র : এবিপি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে