আমেরিকা
সরকার সাজাচ্ছেন ট্রাম্প :পররাষ্ট্রে মার্কো, হোমল্যান্ডে ক্রিস্টি
প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প তার সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া শুরু করেছেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর নিয়োগ পাওয়া ব্যক্তিরা কাজ শুরু করবেন। কয়েকদিন ধরেই আলোচনা চলছে, কে আসছেন কোন পদে। সেই আলোচনা চলার মধ্যেই জানা যাচ্ছে একের পর এক নাম। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স
পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও
মার্কিন সিনেটর মার্কো রুবিওকে আমেরিকার পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উত্তর আমেরিকার এই দেশটির প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন ফ্লোরিডায় জন্ম নেওয়া এই রাজনীতিবিদ।
ট্রাম্পের পররাষ্ট্রনীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত মার্কো রুবিও। চীন, রাশিয়া, ইরান, কিউবার মতো আমেরিকার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ব্যাপারে ট্রাম্প যে আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির কথা বলেন, সেই নীতির পক্ষে মার্কো রুবিওকে সবসময় অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া অতীতে তাকে চীন, ইরান এবং কিউবাসহ আমেরিকার ভূরাজনৈতিক শত্রম্নদের ক্ষেত্রে পেশিবহুল বৈদেশিক নীতির পক্ষে কথা বলতে দেখা গেছে।
হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে ক্রিস্টি নোম
এদিকে, সাউথ ডাকোটা রাজ্যের গভর্নর ক্রিস্টি নোমকে নতুন প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তার নাম ঘোষণা করেছেন ট্রাম্প।
নোমকে নির্বাচন করে ট্রাম্প নিশ্চিত করছেন যে, তিনি এমন একজন বিশ্বস্ত ব্যক্তিকে এই সংস্থার নেতৃত্বে রাখবেন যা তার অভ্যন্তরীণ এজেন্ডার জন্য গুরুত্বপূর্ণ।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে ট্রাম্পের আগের সময়ে ব্যাপক অস্থিরতা দেখা গিয়েছিল। সে সময় এই বিভাগে পাঁচটি আলাদা নেতৃত্ব ছিল, যার মধ্যে মাত্র দুইজনকে সিনেট অনুমোদন দিয়েছিল। এই সংস্থাটির ৬০ বিলিয়ন ডলারের বাজেট এবং হাজারও কর্মচারী রয়েছেন।
নোম আগে দক্ষিণ ডাকোটা রাজ্যের প্রতিনিধি ছিলেন। এখন একটি বিশাল সংস্থার তত্ত্বাবধান করবেন যা সন্ত্রাসবিরোধী, সীমান্ত নিরাপত্তা, অভিবাসন ও কাস্টমস, সাইবার নিরাপত্তা এবং দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনার মতো প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধান করে।
এলিস স্টেফানিক জাতিসংঘে রাষ্ট্রদূত
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিউইয়র্কের রিপাবলিকান এই নারী কংগ্রেস সদস্য জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।
এদিকে, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রিপাবলিকান প্রতিনিধি ও চীন সমালোচক মাইক ওয়াল্টজকে বেছে নিয়েছেন। তার অনুগত ওয়াল্টজ এর আগে ন্যাশনাল গার্ডের কর্নেল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের কার্যকলাপের সমালোচনা করেছেন তিনি।