একে-অপরের আঘাতে প্রাণ গেল দুজনেরই
প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ঘরের মধ্যে ঝগড়া বাধে দুজনের মধ্যে। সেটি রূপ নেয় ভয়াবহতায়। এরপর দুজনই দুজনকে আঘাত করেন। আর ওই আঘাতে দুজনেরই মৃতু্য হয়েছে।
গত সপ্তাহে আমেরিকার ওয়াশিংটনে ঘটে এই ঘটনা। ওই সময় তাদের ১১ বছর বয়সি ছেলে পাশের আরেকটি রুমে ভিডিও গেমস খেলছিল। সে জানেও না তার বাবা-মায়ের মধ্যে এত বড় ঝগড়া হয়েছে এবং তারা দুজনই মারা গেছে।
ওরেগনের পোর্টল্যান্ড থেকে ৫০ মাইল দূরের ওয়াশিংটনে থাকতেন অ্যান্তোনিও আলভারাদো সায়েঞ্জ (৩৮) এবং সেসেলিয়া রোবলেস ওখোয়া (৩৯) নামে এ দম্পতি। গত ৩১ অক্টোবর তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয়। তদন্তকারীরা এখনো জানতে পারেননি তাদের মধ্যে প্রথম কে আঘাত করেছিলেন।
তবে তাদের দুজনই মৃতু্য হওয়ার আগে গুরুতর আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, আলভারেজের বুকে একাধিক ছুরির আঘাত ছিল। তিনি সেই আঘাত থেকেই প্রাণ হারিয়েছেন। অপরদিকে, ওখোয়ার শরীরে ছুরির ও গুলির আঘাত ছিল।
তাদের ছেলে সেখানে বাবা-মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি পরিষেবার নম্বরে কল দেয়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে এসে তাদের চিকিৎসা দেয়। তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ঘটনার সময় বাড়িতে ওই দম্পতির ১১ বছর বয়সি ছেলে ছাড়া আর কেউ ছিল না।
তথ্যসূত্র : নিউইয়র্ক পোস্ট