জম্মু-কাশ্মীরে তুমুল সংঘর্ষে নিহত ভারতীয় সেনা

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ সেনা সদস্য। উপত্যকাটির কিশতওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। সোমবার এ তথ্য জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস সোস্যাল মিডিয়া পস্ন্যাটফর্ম 'এক্সে' দেওয়া এক পোস্টে বলেছে, গত শনিবার কিশতওয়ারের ভরত রিজে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হন। সম্প্রতি দুই গ্রাম প্রতিরক্ষা গার্ড (ভিডিজি) নিহত হওয়ার পর থেকে ব্যাপক অনুসন্ধানের মধ্যে 'সন্ত্রাসবিরোধী অভিযানটি' শুরু করে ভারতীয় বাহিনী। বিচ্ছিন্নতাবাদীরা ভিডিজিদের অপহরণ করে হত্যা করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তওয়ারা এবং কেশওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয়। হিমালয় অঞ্চলের ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে পাকিস্তান। ১৯৮৯ সালে জম্মু-কাশ্মীরে ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অসংখ্যবার সহিংসতা ঘটেছে। তথ্যসূত্র : এনডিটিভি