ইসরায়েলি হামলায় গাজায় নারী-শিশুসহ নিহত ৩৩, লেবাননে ৪০

প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে একটি ভবন ধসিয়ে দিয়েছে। স্থানীয় সময় রোববার সকালে এই হামলা চালায় দখলদার বাহিনী। এতে শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন -আল-জাজিরা অনলাইন
ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েল আবারও বিমান হামলা চালিয়েছে। হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন একই পরিবারের মা-বাবা, সন্তান, নাতি-নাতনিসহ সব সদস্য। গাজার স্থানীয় সময় রোববার সকাল ৬টায় শরণার্থী শিবিরটিতে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিরা ওই শিবিরের বাসিন্দা। অন্যদিকে, লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন উদ্ধারকর্মী। তথ্যসূত্র : আল-জাজিরা, বিবিসি, রয়টার্স সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পূর্বসতর্কতামূলক কোনো বার্তা ছাড়াই ইসরায়েল গাজার শরণার্থী শিবিরের একটি ভবনে হামলা চালায়। ওই সময় লোকজন ভবনের ভেতরে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে থাকা বাসিন্দাদের অনেকেই ছিলেন শিশু ও নারী। তারা উত্তর গাজা থেকে ঘরবাড়ি হারিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচু্যত হয়ে আশ্রয় শিবিরে ঠাঁই নেওয়া সাধারণ মানুষও যে ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে পারছেন না, এ ঘটনা তারই উদাহরণ। এদিকে, লেবাননের দক্ষিণ বৈরুতের উপশহরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। লেবাননের কর্মকর্তারা জানান, শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার দিনভর এসব হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাতে উপকূলীয় শহর টায়ারে দুটি শিশুসহ অন্তত সাতজন নিহত হন। উদ্ধারকাজ চলমান আছে এবং হামলার পর মানবদেহের আরও কিছু বিচ্ছিন্ন অংশ খুঁজে পাওয়া গেছে, এগুলো শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করাতে হবে। এর আগে টায়ারে হামলা চালানোর পূর্ব মুহূর্তে শহরের বিভিন্ন অংশ খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী, কিন্তু এবার তারা এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি। এর আগে গত শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপকূলীয় শহর টায়ারে ইসরায়েলি বাহিনীর হামলায় সাতজন নিহত হন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার আগেও ইসরায়েলি সামরিক বাহিনী শহরটির বিভিন্ন অঞ্চল খালি করার নির্দেশ দিলেও কোনো সতর্কতা জারি করেনি। শনিবার (৯ নভেম্বর) আশপাশের শহরগুলোয় ইসরায়েলি হামলায় হিজবুলস্নাহ এবং তার সহযোগী আমালের সঙ্গে সম্পর্কিত উদ্ধারকারী গোষ্ঠীর সাতজন চিকিৎসকসহ ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঐতিহাসিক শহর বালবেকের আশপাশে পূর্ব সমভূমি জুড়ে শনিবার ইসরায়েলি হামলায় অন্তত আরও ২০ জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, টায়ার এবং বালবেক এলাকায় হিজবুলস্নাহ অবকাঠামোগত হামলা করা হয়েছে, যেখানে যোদ্ধা, 'অপারেশনাল অ্যাপার্টমেন্ট' এবং অস্ত্রের দোকান রয়েছে।