ইসরায়েল বৃহস্পতিবার ভোরে দক্ষিণ বৈরুতে হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ইরানের হুমকি' নিয়ে ফোনালাপের কয়েক ঘণ্টা পরই এ হামলা চালানো হলো। তথ্যসূত্র : এএফপি, আল-জাজিরা
মার্কিন নির্বাচনে বিজয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানানো প্রথম বিশ্ব নেতাদের মধ্যে নেতানিয়াহু অন্যতম। তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এ পুনর্নির্বাচিত হওয়াকে 'ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন' বলে অভিহিত করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, বুধবার ফোনে দুই নেতা ইসরায়েলের নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন এবং ইরানি হুমকি নিয়ে আলোচনা করেছেন। এর কিছুক্ষণ পরেই লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়।
বৃহস্পতিবার সকাল থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। আর লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা উপত্যকা এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাত থেকে বালবেক ও বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশের শহরতলীতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর শক্ত ঘাঁটিতে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী নগরীর ওই অংশের কয়েকটি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর বুধবার রাতে একবার ও বৃহস্পতিবার সকালে সেখানে ব্যাপক বোমাবর্ষণ করে।