আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর অন্যতম প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরাজয় স্বীকার করে আবেগময় এক ভাষণ দিয়েছেন। বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বিকালে তার নিজের বিশ্ববিদ্যালয় হাওয়ার্ডের সিঁড়ি মঞ্চে দাঁড়িয়ে এই ভাষণ দেন তিনি। এ সময় সমর্থকদের হতাশ না হওয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটে পরাজয় মেনে নিচ্ছি, কিন্তু লড়াইয়ে হার মানছি না। একইসঙ্গে তিনি ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তরে সহায়তা করার প্রতিশ্রম্নতিও দিয়েছেন। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স
ভাষণের শুরুতেই কমলা বলেন, 'আমার হৃদয় আজ পরিপূর্ণ।' সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, 'আমি জানি ফল আশানুরূপ হয়নি। কিন্তু আপনারা যে আমার ওপর আস্থা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতা, আর আমার দেশের জন্য অফুরন্ত ভালোবাসা।' শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রম্নতি দিয়ে 'হতাশাজনক' পরাজয় স্বীকার করেন কমলা। তবে লড়াই অব্যাহত থাকবে বলেও সমর্থকদের প্রতিশ্রম্নতি দেন।
কমলা জানান, 'আজ সকালে আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমি তাকে এটাও বলেছি যে, আমরা তাকে ও তার দলকে ক্ষমতা হস্তান্তরে সর্বাত্মক সহযোগিতা করব।' ভাষণের এক পর্যায়ে তিনি সমর্থকদের আমেরিকার উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় তিনি তার পরিবারকে ধন্যবাদ জানান। বিশেষ করে তার স্বামীর কথা উলেস্নখ করেন। পাশাপাশি জিল এবং জো বাইডেন এবং তার রানিং মেট টিম ওয়ালজকে ধন্যবাদ জানান। তিনি তার দল, স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা এই নির্বাচনের পেছনে অক্লান্ত শ্রম দিয়েছেন। তিনি ভোটকর্মী এবং স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, 'আমি জানি সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। তবে আমাদের অবশ্যই এই নির্বাচনের ফল মেনে নিতে হবে।' জনগণের উদ্দেশে কমলা বলেন, 'গণতন্ত্রের একটি মৌলিক নীতি হলো ফল মেনে নেওয়া। আর এখানেই গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের পার্থক্য।'
কমলা হ্যারিস তরুণ সমর্থকদের উদ্দেশে বলেন, 'এটা ঠিক হয়ে যাবে। আমাদের দেশের জন্য লড়াই সবসময়ই মূল্যবান।' তিনি বলেন, দুঃখিত এবং হতাশ হওয়া ঠিক আছে, কিন্তু দয়া করে জেনে রাখুন- এটা ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, 'কখনো কখনো লড়াই কিছুটা সময় নেয়- এর অর্থ এই নয় যে, আমরা জিতব না। হাল ছেড়ে দিও না। তোমাদের সেই ক্ষমতা আছে।' আমেরিকার এই ভাইস প্রেসিডেন্ট বলেন, তার দল 'শান্ত উপায়ে' লড়াই করবে। নিজের ভোটের প্রচারাভিযানের একটি সেস্নাগানের কথা উলেস্নখ করে কমলা হ্যারিস বলেন, তারা 'কঠিন কাজ' চালিয়ে যাবেন, কারণ কঠিন কাজই ভালো কাজ।
স্বাধীনতাকে 'সমুন্নত রাখতে হবে' বলেও মন্তব্য করেছেন তিনি। কমলা বলেছেন, 'আমেরিকা আমরা কখনোই গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, সাম্য ও ন্যায়বিচারের জন্য এবং অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই ছেড়ে দেব না। এগুলোকে সম্মান করতে হবে ও সমুন্নত রাখতে হবে। আমরা ভোটকেন্দ্রে, আদালতে এবং পাবলিক স্কোয়ারে এই লড়াই চালিয়ে যাব।'
নারীর স্বাধীনতার জন্য লড়াই করারও প্রতিশ্রম্নতি দিয়েছেন তিনি। কমলা বলেন, ট্রাম্পের বিরুদ্ধে তার পরাজয় সত্ত্বেও তিনি যে ইসু্যতে এতদিন প্রচারণা চালিয়েছেন, তার জন্য তার লড়াই বন্ধ হবে না। তিনি বলেন, 'আমি কখনোই এমন ভবিষ্যতের জন্য লড়াই বাদ দেব না, যেখানে আমেরিকানরা তাদের স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারে, যেখানে আমেরিকার নারীদের তাদের নিজের শরীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে এবং তাদের কী করতে হবে তা সরকার বলে দেবে না।'