ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সোমবার সকালে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা একাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। উপত্যকাটির আখনুরে সেনাবাহিনীর একটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীদের এই হামলার ঘটনা ঘটে। হতাহতের ঘটনা ঘটেনি বলে তাৎক্ষণিকভাবে দাবি করা হয়েছে। তবে হামলার পর ভারতীয় সেনাবাহিনী ওই এলাকায় তলস্নাশি অভিযান শুরু করেছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং নিরাপত্তা বাহিনী এখন অনুসন্ধান অভিযান চালাচ্ছে।
'হোয়াইট নাইট কর্পস' এক বিবৃতিতে বলেছে, সুন্দরবানী সেক্টরের আসানের কাছে বিচ্ছিন্নতাবাদীরা সকালে সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তবে সেনাদের দ্রম্নত প্রতিরোধের ফলে হামলা প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে।
উলেস্নখ্য, গত কয়েক দিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে। তথ্যসূত্র : এনডিটিভি