আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন

নিউইয়র্কের সমাবেশে অশোভন ও বর্ণবাদী মন্তব্য ট্রাম্পের

অভিবাসীরা ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী। আর কমলা হ্যারিস খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
মঞ্চে স্বামী ট্রাম্পের সঙ্গে মেলানিয়া
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আর কয়েকদিন বাকি। আর এর মধ্যেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনায় এলেন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে রোববার নিউইয়র্কের ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ছয় ঘণ্টাব্যাপী জনসভায় সাবেক প্রেসিডেন্ট ও তার মিত্ররা রাজনৈতিক প্রতিপক্ষ এবং অভিবাসীদের উদ্দেশ্য করে একাধিক অশোভন ও বর্ণবাদী মন্তব্য করেছেন। তথ্যসূত্র : রয়টার্স এদিন অভিবাসীদের একাধিকবার 'ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী' বলে কটাক্ষ করেন ট্রাম্প। অবৈধ অভিবাসন বন্ধ ও অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেওয়া নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন তিনি উপস্থিত জনতাকে। ট্রাম্প বলেছেন, 'প্রেসিডেন্ট হলে প্রথম দিনই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম 'ডিপোর্টেশন প্রোগ্রাম' চালু করব। দখলদারদের হাত থেকে আমি প্রতিটি শহর রক্ষা করব।' এছাড়া, প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে 'খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষ' বলে উপহাস করেন সাবেক প্রেসিডেন্ট। ট্রাম্পের মিত্ররা কমলা হ্যারিসকে 'খ্রিস্টান বিরোধী' এবং 'শয়তান' বলেও অভিহিত করেন। তারা কমলা হ্যারিসকে ব্যঙ্গ করে আরও বলেছেন, ট্রাম্পের গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বী একজন কৃষ্ণাঙ্গ ও ভারতীয়-আমেরিকান নারী। তাদের এসব বক্তব্য ও অভিবাসীদের নিয়ে কঠোরতার বাগাড়ম্বরে উলস্নাস করেছেন রিপাবলিকান সমর্থকরা। জনসভায় একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্পের পক্ষে বক্তব্য দিয়েছেন। তাদের কয়েকজনকেও বর্ণবাদী ও নারীবিদ্বেষী মন্তব্য করে সমর্থকদের আকৃষ্ট করার প্রয়াস নিতে দেখা যায়। জনসভায় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ধনকুবের ইলন মাস্ক, রেসলার হাল্ক হোগান ও মার্কিন লেখক টাকার কার্লসন। ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী জিউলিয়ানি বলেন, ইসরায়েল-ফিলিস্তিন ইসু্যতে 'সন্ত্রাসীদের' পক্ষে আছেন কমলা হ্যারিস। যদিও তার এই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ তিনি দেননি। শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও বর্ণবাদী বক্তব্যের জন্য ট্রাম্প দীর্ঘদিন ধরেই সমালোচকদের চক্ষুশূল হয়ে আছেন। তেমনই একজন সমালোচক হিলারি ক্লিনটন, যিনি ২০১৬ মার্কিন নির্বাচনে ডেমোক্রেটদের হয়ে ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন। তার মতে, ট্রাম্পের জনসভা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে নাৎসি সমর্থকদের আয়োজিত জনসভার সঙ্গেই কেবল তুলনীয়। ট্রাম্পের প্রচারসভায় মেলানিয়া পেনসিলভানিয়ার সভায় গত জুলাইয়ে বন্দুকবাজের গুলিতে ডোনাল্ড ট্রাম্প আহত হওয়ার পর স্বামীর রাজনৈতিক লড়াইয়ে পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে মঞ্চে উঠে আনুষ্ঠানিক ভাবে প্রচারে শামিল হলেন মেলানিয়া ট্রাম্প। আমেরিকার ভোটারদের উদ্দেশে বললেন, 'আপনাদের ভবিষ্যতের কথা ভেবে ভোট দিন।' রোববার রাতে ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ারে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টির সরকারকে নিশানা করে মেলানিয়া বলেন, 'আমেরিকায় অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। এই পরিস্থিতি হতাশাজনক।'