এবার ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুলস্নাহর

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইসরায়েল ফিলিস্তিনের গাজা কিংবা লেবাননে নির্দিষ্ট এলাকার লোকজনকে এর আগে সরে যাওয়ার নির্দেশ দিত। এবার সেই পথেই হাঁটল লেবাননের হিজবুলস্নাহ-ও। ইসরায়েলের ২৫টি এলাকা থেকে বাসিন্দাদের 'তাৎক্ষণিকভাবে' সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। একইসঙ্গে উত্তর ইসরায়েলের এসব এলাকা তাদের হামলার বৈধ টার্গেট বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে হিজুবলস্নাহ। তথ্যসূত্র : আল-জাজিরা হিজবুলস্নাহ শনিবার সন্ধ্যায় উত্তর ইসরায়েলের ২৫টি বসতি থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আদেশ জারি করে। 'টেলিগ্রামে' পোস্ট করা এক ভিডিও বার্তায় হিজবুলস্নাহ উত্তর ইসরায়েলের এই ২৫টি বসতির বাসিন্দাদের সরাসরি সম্বোধন করে বলেছে, 'আপনাদের অবিলম্বে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। আপনাদের বসতিগুলো লেবাননে আক্রমণকারী শত্রম্ন সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন এবং অবস্থানের জায়গা হয়ে উঠেছে। ফলস্বরূপ তারা ইসলামি প্রতিরোধের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।' এলাকাগুলো লেবাননের সীমান্তের তিন থেকে ২২ কিলোমিটার পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত। বিস্তৃত এই এলাকায় প্রায় দুই লাখ ইসরায়েলি নাগরিক বসবাস করেন।