আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন

এবার ইতিহাসের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে

দুই প্রার্থীর মধ্যে লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডি হবে-এর ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন জরিপে

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কমলা হ্যারিস - ডোনাল্ড ট্রাম্প
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই লড়াইয়ে সাম্প্রতিক সময় দেখা সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন ডেমোক্রেট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। দুই প্রার্থীর মধ্যে লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডি হবে, এর ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন জরিপেই। তথ্যসূত্র : রয়টার্স, এবিসি, বিবিসি নির্বাচনে ফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা বলে পরিচিত রাজ্যগুলোতে তাদের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই আভাস মিলছে। তাই শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত কমলা হ্যারিস, ডোনাল্ড ট্রাম্প এবং তাদের সহযোগীরা। পুরো শক্তি নিয়ে এখন প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। টেক্সাসে কমলা হ্যারিসের ভোট বাড়াতে বিখ্যাত সংগীতশিল্পী বিয়োন্সে নোয়েলস, ডেসটিনিস চাইল্ড ব্যান্ডমেট কেলি রাউল্যান্ড এবং কান্ট্রি সিঙ্গার উইলি নেলসন সবাই তাদের তারকা খ্যাতিকে ব্যবহার করছেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প জো রোগানের তিন ঘণ্টার পডকাস্ট সাক্ষাৎকারে ব্যস্ত ছিলেন। তা শেষ করে তিনি ছুটে যান মিশিগানে। সেখানে দেরিতে উপস্থিত হন তিনি। এতে সমাবেশে জনতার সংখ্যা অনেক কমে যায়। তবে দোদুল্যমান হিসেবে পরিচিত পেনসিলভানিয়া অঙ্গরাজ্যটি ধীরে ধীরে ট্রাম্পের দিকে ঝুঁকে পড়ছে। যদি এই ধারণা সত্যি হয়, তাহলে ৫ নভেম্বরের নির্বাচন নিয়ে ডেমোক্রেটদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এবারের নির্বাচনে কে বিজয়ী হবেন, তা নিয়ে বড় রকম অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রভাবশালী 'নিউইয়র্ক টাইমস' এবং 'সিয়েনা কলেজ' ২০-২৩ অক্টোবর পর্যন্ত জাতীয় পর্যায়ে সর্বশেষ যে জরিপ চালিয়েছে, এতে দেখা যাচ্ছে, কমলা ও ট্রাম্প সমানে সমান। গড়ে শতকরা ৪৮ ভাগ মানুষ দুই জনকেই সমর্থন করছেন। অন্যদিকে, শতকরা চার ভাগ ভোটার কাকে ভোট দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্তহীন। নারী ভোটারদের মধ্যে কমলাকে সমর্থন করেছেন শতকরা ৫৪ ভাগ, ট্রাম্পকে ৪২ ভাগ। কিন্তু পুরুষ ভোটারদের দিক দিয়ে বেশ এগিয়ে গেছেন ট্রাম্প। পুরুষরা শতকরা ৫৫ ভাগ সমর্থন করছেন তাকে। কমলাকে সমর্থন করছেন ৪১ ভাগ। ১৮-২৯ বছর বয়সি ভোটারদের কাছ থেকে সর্বোচ্চ সমর্থন পেয়েছেন কমলা। এর পরিমাণ শতকরা ৫৫ ভাগ, ট্রাম্পের ক্ষেত্রে এই হার শতকরা ৪৩। অন্যদিকে, ৪৫-৬৪ বছর বয়সি ভোটারদের মধ্যে শতকরা ৫১ ভাগ ট্রাম্পকে এবং কমলাকে শতকরা ৪৪ ভাগ সমর্থন করছেন। কমলার জন্য উদ্বিগ্ন হওয়ার মতো তথ্য হলো- জরিপে অংশ নেওয়া ৬১ ভাগ মানুষ বলেছেন, দেশ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। অন্যদিকে, ২৭ ভাগ বলেছেন, দেশ সঠিক পথেই রয়েছে। 'ফাইভ থার্টি এইট' জরিপকারী সংস্থা জাতীয় পর্যায়ে বিভিন্ন জরিপ নিয়ে তার গড় করে থাকে। তাদের হিসাবে দেখা যাচ্ছে, কমলা হ্যারিস খুব সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তাকে সমর্থন করছেন ৪৮ ভাগ ভোটার। ট্রাম্পকে ৪৬.৬ ভাগ। ফলে ১.৪ ভাগ সমর্থন নিয়ে এগিয়ে আছেন কমলা। তবে এই ব্যবধান গত সপ্তাহের শুরুতে যা ছিল, এর চেয়ে কম। সপ্তাহের শুরুতে এই হার ছিল ১.৮ ভাগ। জাতীয় পর্যায়ে এসব জরিপ ভোটারদের সেন্টিমেন্ট সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ইলেকটোরাল ভোটে।