শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

গাজায় অভিযানে গিয়ে তিন ইসরায়েলি সেনা নিহত

যাযাদি ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
গাজায় অভিযানে গিয়ে তিন ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া এলাকায় একটি হাসপাতালে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অভিযান চালাতে গিয়ে তিন সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আস্তানা দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ হাসপাতালটিতে হামলা চালাতে গেলে প্রতিরোধ যোদ্ধারা তাদের রুখে দেয়। তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল

আইডিএফ শুক্রবার গাজাজুড়ে ব্যাপক হামলা ও অভিযান চালিয়েছে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত ইসরায়েলের সেনাদের তিনজনই ৪৬০তম আর্মার্ড ব্রিগেডের ১৯৬তম ব্যাটালিয়নের সদস্য ছিল। শুক্রবার ভোরে উত্তর গাজার জাবালিয়ায় ওই তিনজন যে ট্যাংকে ছিল তার ওপর শক্তিশালী বোমা হামলা চালায় হামাস যোদ্ধারা। এতে এটি বিস্ফোরিত হয়ে ট্যাংকের তিন সেনা নিহত এবং চতুর্থ সেনা আহত হয়। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে গিয়ে ইসরায়েল ৩৬১ জন সেনা হারাল। যদিও হামাস দাবি করেছে, এই সংখ্যা আরও অনেক বেশি। ইসরায়েল তাদের সেনা নিহতের সংখ্যা কম করে বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে