লেবাননের হিজবুলস্নাহর রকেট হামলায় ইসরায়েলে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার উত্তরাঞ্চলীয় আরব-ইসরায়েলি অধু্যষিত শহর মাজদ আল-ক্রুমের একটি মিনি মার্কেটে আঘাত হানে হিজবুলস্নাহর রকেট। এতে সেখানকার একটি দোকানের ক্যাশিয়ার ও এক ক্রেতাসহ দুজন নিহত এবং আরও সাতজন আহত হন। তথ্যসূত্র : রয়টার্স, আল-জাজিরা
ঘটনাস্থল থেকে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ক্যাশ রেজিস্টারের চারপাশে রক্তমাখা মেঝে এবং কাউন্টারে ফল ও সবজির ব্যাগ পড়ে আছে।
হামলার দায় স্বীকার করে হিজবুলস্নাহ বলেছে, এই শহরের পাশাপাশি পার্শ্ববর্তী শহর কারমিয়েলকে লক্ষ্য করেও তারা শুক্রবার হামলা চালিয়েছে। এছাড়াও শুক্রবার লেবাননের সীমান্তের ঠিক দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলের গ্যালিলের শোমেরা এলাকায় রকেটের আঘাতে অন্তত ছয় সেনা আহত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মাজদ আল-ক্রুম শহরে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে মোট ৬৫টি রকেট ছোড়া হয়েছিল। আইডিএফ আরও জানিয়েছে, ইসরায়েলের বন্দরনগরী হাইফা এলাকায়ও শুক্রবার লেবানন থেকে পাঁচ দফা রকেট হামলা চালানো হয়েছে।
আইডিএফ বলেছে, হিজবুলস্নাহর ছোড়া কিছু রকেট তাদের আকাশ প্রতিরোধ ব্যবস্থা আটকাতে সক্ষম হয়েছে। অন্যগুলো খোলা জায়গায় পড়েছে।
দক্ষিণ লেবাননে হিজবুলস্নাহর বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান চালাতে গিয়ে বেশ চাপের মধ্যে আছে।