শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মার্কিন সামরিক কার্যক্রমের নিন্দা উত্তর কোরিয়ার

যাযাদি ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
মার্কিন সামরিক কার্যক্রমের নিন্দা উত্তর কোরিয়ার

জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার সাম্প্রতিক সামরিক কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চলমান রাজনৈতিক ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই ধরনের মহড়াকে দেশটির জন্য গুরুতর হুমকি বলে অভিযোগ করে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'কেসিএনএ' এ তথ্য দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়ার একটি বিমান মহড়ায় অস্ট্রেলিয়ার অংশগ্রহণ, আমেরিকা ও জাপানের যৌথ সামরিক অনুশীলন এবং মার্কিন পারমাণবিক রণতরি পাঠানোর জেরে উত্তর কোরিয়া এই নিন্দা জানিয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে