ভারতের রাজধানী দিলিস্নতে আম আদমি পার্টির (আপ) নেতা তথা দিলিস্নর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
শুক্রবার তিনি একটি প্রচারমূলক কর্মসূচিতে বেরিয়েছিলেন। সেই সময় তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। দিলিস্নর শাসকদল এই হামলার দায় চাপিয়েছে বিজেপির ওপর।
আম আদমি পার্টির অভিযোগ, ভোটের আগে কেজরিওয়ালকে হামলা করে আপকে চাপে রাখতে চাইছে বিজেপি। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুক্রবারের ঘটনার পাল্টা ব্যাখ্যা দিয়েছে বিজেপি।
পশ্চিম দিলিস্নর বিকাশপুরী এলাকায় শুক্রবার পদযাত্রায় বেরিয়েছিলেন কেজরিওয়াল। হেঁটে এলাকায় ঘুরছিলেন তিনি। এ সময় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তথ্যসূত্র : এবিপি নিউজ