রাশিয়া সফরের জের

জাতিসংঘ মহাসচিবের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সম্মেলনে গুতেরেস-পুতিনের করমর্দন
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। চলতি সপ্তাহে রাশিয়ার কাজানে আয়োজিত ব্রিকস সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস অংশ নেওয়ার কারণে জেলেনস্কি তাকে কিয়েভ সফর করতে মানা করেন। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স কাজান শহরে বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গে গুতেরেসের করমর্দনের ছবি সামনে আসার পর কিয়েভ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পুতিনের নির্দেশে রুশ বাহিনী ২০২২ সালের ২৪ ফেব্রম্নয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ চালায়। ব্রিকস সম্মেলনে গুতেরেস ইউক্রেনে 'ন্যায়বিচারপূর্ণ শান্তি' প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। এর আগেও একাধিকবার রুশ আগ্রাসনের নিন্দা তিনি করেছেন। জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, সেপ্টেম্বরে নিউইয়র্কে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় গুতেরেস কিয়েভ সফরের বিষয়ে আলোচনা করেছিলেন। তবে তখন থেকেই উভয়পক্ষ একটি 'পারস্পরিক সুবিধাজনক সময়' খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।