কমলার সমর্থনে জর্জিয়ার সমাবেশে ওবামা

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার জর্জিয়ায় ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানাতে বিশাল সমাবেশে বেশ কয়েকজন তারকা শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা। কমলার সমর্থনে বৃহস্পতিবার 'ব্যাটলগ্রাউন্ড' রাজ্য জর্জিয়ায় হাজার হাজার লোকের সমাবেশে অংশ নেন ওবামা। তথ্যসূত্র : রয়টার্স ২০২৪ সালের নির্বাচনে জর্জিয়াকে অন্যতম দোদুল্যমান রাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ বিজয়ী নির্ধারণে সহায়তা করতে পারে, এমন রাজ্যের মধ্যে জর্জিয়া অন্যতম গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে আমেরিকার জনপ্রিয় রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডসে সমর্থকদের নিজ হাতে ফ্রেঞ্চ ফ্রাই পরিবেশন করে ট্রাম্প নির্বাচনি প্রচার চালান। মূলত, ক্যালিফোর্নিয়ায় কলেজজীবনে ফাস্ট ফুডের একটি রেস্তোরাঁয় কাজ করেছেন দাবি করা কমলাকে দেখাতেই ট্রাম্প ম্যাকডোনাল্ডসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের দাবি, কমলা হ্যারিস কখনো সেখানে কাজ করেননি, কারণ তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। সেদিনের প্রসঙ্গ টেনে সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন, কমলা আসলে তার জীবনের শুরুর দিকে ফাস্ট ফুড চেইনে কাজ করেছেন। কলেজে পড়ার সময় নিজের খরচ বহন ম্যাকডোনাল্ডসে কাজ করতেন তিনি।