তুরস্কের হামলায় ২৭ সিরীয় নিহত

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
তুরস্কের সামরিক অভিযান ও ড্রোন হামলায় সিরিয়ায় ২৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সিরিয়ার এক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা শুক্রবার এ কথা জানিয়েছে। গত বুধবার আঙ্কারার কাছে সরকারি প্রতিরক্ষা কোম্পানিতে ভয়াবহ হামলায় পাঁচজন নিহত এবং ২২ জন আহত হওয়ার পর এই সামরিক অভিযান জোরদার করে তুরস্ক। সিরিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জানায়, বৃহস্পতিবার থেকে তুর্কি বাহিনী সিরিয়ার উত্তর ও পূর্বে তাদের বিমান ও স্থল হামলা নাটকীয়ভাবে বাড়িয়েছে। পর্যবেক্ষক সংস্থা আরও জানায়, যুদ্ধবিমান দিয়ে পানি, বিদু্যৎ এবং গ্যাস স্টেশনসহ অন্য অবকাঠামো লক্ষ্য করে চারটি যুদ্ধ বিমানও ৪৫টি ড্রোন হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'কয়েক ঘণ্টা পর ইরাক ও সিরিয়ার উত্তরে সন্ত্রাসীদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানো হয়।' সন্ত্রাসীদের মোট ৩২টি স্থাপনা সফলভাবে ধ্বংস করা হয়েছে। তথ্যসূত্র : এএফপি