বিপর্যয়ের মুখে ইসরায়েলি বাহিনী

হিজবুলস্নাহর পাল্টা হামলা : পাঁচ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি
লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহ নির্মূলে স্থলপথে খুব একটা সুবিধা করতে পারছে না ইসরায়েল। সে কারণে প্রতিদিন ব্যাপক হামলা চালাচ্ছে। লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে বলতে গেলে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। তারই ধারাবাহিকতায় পাল্টা হিসেবে এক রাতেই হিজবুলস্নাহ যোদ্ধাদের হামলায় কর্মকর্তাসহ নিহত হয়েছে কর্মকর্তাসহ আরও পাঁচ ইসরায়েলি সেনা। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১৯ সেনা। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার রাতে এ হতাহতের ঘটনা ঘটে। তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা হতাহত ইসরায়েলি সেনারা ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিল। এর মধ্যে মাওরি নামে এক সেনা ব্যাটালিয়নের উপ-কমান্ডারের দায়িত্ব পালন করছিল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের প্রাথমিক তথ্যে জানিয়েছে, নিহত এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিল। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুলস্নাহর যোদ্ধারা রকেট ছোড়ে। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ/অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্য সেনারা। প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, রসদ গ্রহণের যে 'মিটিং পয়েন্ট' ছিল, সেখানে কয়েকটি রকেট ছোড়ে হিজবুলস্নাহ। যার মধ্যে একটি রকেট আঘাত হানে একটি বাড়িতে। যেটির সামনে দাঁড়িয়েছিল সেনারা। যারা রসদ পৌঁছে দিতে গিয়েছিল, তাদের মধ্যেও কয়েকজন আহত হয়েছে। আহত সবাইকে উদ্ধার করে দ্রম্নততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে আরেক সেনা আহত হয়েছে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর যে পাঁচ সেনা নিহত হয়েছে, তার মধ্যে একজনের চাচাত ভাই গাজায় জিম্মি অবস্থায় আটকা আছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত এদিকে, দক্ষিণ লেবাননের হাসবায়ায় গণমাধ্যমের কর্মীদের ব্যবহৃত অতিথিশালায় ঘুমিয়ে থাকা অবস্থায় ইসরায়েলের হামলায় অন্তত তিন সাংবাদিক নিহত ও কয়েকজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরে এ হামলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের হিজবুলস্নাহ মিলিশিয়াদের মধ্যে এক বছরের মধ্যে এই হামলা গণমাধ্যমের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন। সাংবাদিক হত্যার বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইসরায়েল সাধারণত ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানোর কথা স্বীকার করে না। লেবাননে এর আগেও ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদালস্নাহসহ পাঁচ সাংবাদিক নিহত হন। হাসবায়া এমন একটি শহর, যেখানে মুসলিম ও খ্রিষ্টান উভয় ধর্মাবম্বলীর মানুষের বাস। সাম্প্রতিক সপ্তাহগুলোয় এর উপকণ্ঠে হামলা হয়েছে, কিন্তু শুক্রবার ভোর ৩টার দিকে শহরটিতে প্রথম হামলা চালানো হয়। স্কাই নিউজ, আল-জাজিরা ও লেবাননের সম্প্রচার মাধ্যমসহ ছয়টি গণমাধ্যমের অন্তত ১৮ জন সাংবাদিক ওই অতিথিশালায় অবস্থান করছিলেন।