শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
আগাম বিজয় বার্তা কমলার

প্রথম নারী প্রেসিডেন্টকে গ্রহণ করতে প্রস্তুত আমেরিকা

ট্রাম্প একজন ফ্যাসিস্ট, আমেরিকার নিরাপত্তার জন্য বিপজ্জনক
যাযাদি ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প

প্রথম নারী প্রেসিডেন্টকে গ্রহণ করে নিতে আমেরিকা পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন কমলা হ্যারিস। প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহ আগে 'সিএনএন'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ডোনাল্ড ট্রাম্প ও তার দৃষ্টিভঙ্গির কারণে মানুষ এখন বিরক্ত।' সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে বিশ্বাস করার কথাও বলেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। তথ্য সূত্র : বিবিসি, রয়টার্স, সিএনএন

আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অধিকাংশ জমমত জরিপেই রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের থেকে তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী কমলা এগিয়ে রয়েছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি 'দোদুল্যমান' প্রদেশের জনমত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন ভোট-বিশ্লেষকদের একাংশ। 'এবিসি নিউজে'র হিসাবে, এই সাতটি প্রদেশের মধ্যে মিশিগান, উইসকনসিন এবং নেভাডায় এক শতাংশ ব্যবধান এগিয়ে কমলা। অন্যদিকে, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনায় এক পয়েন্টে এগিয়ে ট্রাম্প। ডেমোক্রেট নেত্রী কমলা এর আগে আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। এবার জয়ী হলে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি।

ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা কমলার

নিরাপত্তার জন্য বিপজ্জনক

এদিকে, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'ফ্যাসিস্ট' আখ্যা দিয়েছেন কমলা হ্যারিস। তিনি বলেছেন, তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে বিশ্বাস করেন। অবশ্য, হ্যারিসের এই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন ট্রাম্প। সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প সম্পর্কে এ কথা বলেন কমলা।

অনুষ্ঠানে কমলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি বিশ্বাস করেন, ট্রাম্প একজন ফ্যাসিস্ট? জবাবে তিনি বলেন, 'হঁ্যা, আমি বিশ্বাস করি'। বিশেষ করে ট্রাম্প হিটলারের প্রশংসা করেন, এই রিপোর্ট সামনে আসার পর তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে বিশ্বাস করেন বলে কমলা জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব মানুষ ট্রাম্পকে সবচেয়ে ভালো করে জানেন, তাদের কথাই বিশ্বাস করা উচিত। এমনকি ট্রাম্প নিরাপত্তার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন হ্যারিস।

ট্রাম্পের আমলের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা, ভাইস প্রেসিডেন্ট-সহ অনেকের কথা উদ্ধৃত করে কমলা বলেছেন, তারা স্পষ্টভাবে বলেছেন, ট্রাম্প মার্কিন সংবিধান অবমাননার জন্য দায়ী। তারা বলেছেন, ট্রাম্পকে আর প্রেসিডেন্ট করা উচিত নয়। কমলা বলেন, 'আমি বিশ্বাস করি, আমেরিকা নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে ট্রাম্প বিপজ্জনক।'

আরেক মার্কিন সংবাদমাধ্যম 'নিউ ইয়র্ক টাইমসে' প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্পের সময় দীর্ঘদিন ধরে 'চিফ অব আর্মি স্টাফে'র পদে থাকা জন কেলি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হিটলারের খোলাখুলি প্রশংসা করতেন। তিনি (ট্রাম্প) বলতেন, হিটলার অনেক ভালো কাজও করেছেন। হিটলারের যেমন সেনা নায়ক ছিল, তেমনই সেনা নায়ক দরকার বলে তিনি মনে করতেন। কমলা বলেন, 'তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তিনি আমেরিকার সংবিধানের অবমাননা করেছেন। তারা এটাও বলেছেন, তার (ট্রাম্পের) আর কখনো আমেরিকার প্রেসিডেন্ট হওয়া ঠিক হবে না।

এদিকে, ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কমলা হ্যারিসের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। তিনি কমলাকে 'বিকৃত মনের' বলেও আখ্যা দেন। নিজের 'ট্রুথ সোশ্যাল' পস্ন্যাটফর্মে ট্রাম্প বলেন, 'তিনি ক্রমবর্ধমানভাবে তার বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা দিচ্ছেন, আমাকে অ্যাডলফ হিটলার বলে ডাকছেন এবং অন্য কিছুও, যা তার বিকৃত মনে আসছে।' ট্রাম্প কমলাকে 'কমরেড কমলা হ্যারিস' হিসেবে উলেস্নখ করে তাকে 'গণতন্ত্রের জন্য হুমকি' হিসেবেও বর্ণনা করেছেন।

এদিকে, ট্রাম্পের প্রচারণা দল ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছে। প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চেয়াং বলেছেন, কমলা হ্যারিস ক্রমশ মরিয়া হয়ে উঠছেন। কারণ, তিনি 'নড়বড়ে হয়ে পড়েছেন' এবং 'তার প্রচারণা বিপর্যস্ত হয়ে পড়েছে'।

আড়াই কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন

আগামী ৫ নভেম্বর সশরীরে গিয়ে ভোট দেওয়ার দিন হলেও আগাম ভোট দেওয়া শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। ডাকযোগে, সশরীরে গিয়ে আগাম ভোট এবং নির্বাচনের দিন ভোট দেওয়ার পদ্ধতি রয়েছে আমেরিকায়। ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে রয়েছে এই সুযোগ।

গত সেপ্টেম্বরের শেষের দিকে আগাম ভোট শুরু হয়। সর্বশেষ বুধবারের হিসাবে এ পর্যন্ত আগাম ভোট দিয়েছেন প্রায় আড়াই কোটি মানুষ। ফ্লোরিডা ইউনিভার্সিটির ইলেকশন ল্যাবের 'ট্র্যাকিং ডেটা' অনুসারে, প্রায় আড়াই কোটি ভোটার এরই মধ্যে সরাসরি বা ই-ব্যালট পদ্ধতিতে ভোট দিয়েছেন। উত্তর ক্যারোলাইনা এবং জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গত সপ্তাহে আগাম ভোট শুরুর পর প্রথম দিনই রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগাম ভোটদান চলছে গুরুত্বপূর্ণ সুইং স্টেট অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, নেভাডা ও মিশিগানেও। এরই মধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে তথ্য মিলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে