শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
ইসরায়েলের সঙ্গে সংঘাত

যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন হিজবুলস্নাহর

প্রথমবারের মতো ইসরায়েলে মাঝারি পালস্নার ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুলস্নাহ, জরুরি অবস্থা জারি তেল আবিবে দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ২৪
যাযাদি ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন হিজবুলস্নাহর

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে কৌশলগত বড় পরিবর্তন আনছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহ। মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলের দিকে মাঝারি পালস্নার ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুলস্নাহর যোদ্ধারা। এর মধ্য দিয়ে এই প্রথম হিজবুলস্নাহকে ইসরায়েলের বিরুদ্ধে মাঝারি পালস্নার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেখা গেল। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার কয়েক মিনিট পর তেল আবিব এবং হাইফাতে সাইরেনের শব্দ শোনা যায়। তথ্যসূত্র : আল-জাজিরা, আনাদলু, রয়টার্স, এএফপি

হিজবুলস্নাহ বলেছে, তারা তেল আবিবে একটি গোয়েন্দা অফিস এবং হাইফায় একটি নৌ-ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে। এই হামলার ঘটনায় ইসরায়েল সরকার বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

হিজবুলস্নাহর যোদ্ধারা উত্তর ইসরায়েলি সীমান্তের কাছে ব্যাপক আর্টিলারি গোলাবর্ষণ করেছে বলেও জানা গেছে। গত সপ্তাহে হিজবুলস্নাহ এক ঘোষণায় বলেছিল, তারা ইসরায়েলের সঙ্গে মোকাবিলা করার সময় তাদের কৌশল পরিবর্তন আনতে যাচ্ছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আরও বলেছিল, তারা ইসরায়েলকে দেখাতে যাচ্ছে যে, তারা কী করতে সক্ষম।

দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে ইসরায়েলি

বিমান হামলা, শিশুসহ নিহত ২৪

এদিকে, লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা ও শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

লেবাননের সরকারি 'ন্যাশনাল নিউজ এজেন্সি' সোমবার বলেছে, দক্ষিণ লেবাননের মেরুয়ানিয়াহ শহরে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। খারায়েব শহরে ইসরায়েলের আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের এই মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাবলিয়াহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননের কাফর হাত্তাতে ইসরায়েলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের দক্ষিণাংশে প্রধান সরকারি হাসপাতালের (রফিক হারিরি হাসপাতাল) কাছে ইসরায়েলের বিমান হামলায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। হাসপাতালের কাছের ওই ঘটনাসহ সোমবার সন্ধ্যার দিকে বৈরুতের দক্ষিণাংশে ১৩ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা হিজবুলস্নাহর সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে।

এসব হামলার আগে ইসরায়েলের এক মুখপাত্র বৈরুতের দক্ষিণাংশের বেশ কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য সতর্ক করেন, কিন্তু যেসব এলাকার উলেস্নখ তিনি করেছিলেন, সেগুলোর মধ্যে রফিক হারিরি হাসপাতালের নাম ছিল না। হাসপাতালটির এক কর্মকর্তা জানান, রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার পার্কিংয়ে আঘাত হেনেছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, গত বছর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২৫০০ মানুষ নিহত এবং আরও ১১ হাজার ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

দক্ষিণ বৈরুতের দাহিয়ে এলাকা থেকে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, বিমান হামলা শুরু হওয়ার পর স্থানীয়রা গাড়িতে করে ও হেঁটে এলাকা ছেড়ে পালাচ্ছেন। যে সাতটি এলাকাকে লক্ষ্যস্থল ঘোষণা করা হয়েছিল, দাহিয়ে এর একটি।

সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও বৈরুতের দক্ষিণাংশের এলাকাগুলোতে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনী বৈরুত বিমানবন্দরের প্রায় ৪০০ মিটার দূরে একটি এলাকায়ও হামলা চালিয়েছে। এটি লেবাননের একমাত্র সচল বিমানবন্দর। স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে বিমানবন্দর ভবনের জানালাগুলো উড়ে গেছে।

ইসরায়েলি হামলায় হিজবুলস্নাহর

আর্থিক বিভাগের প্রধান নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুলস্নাহর আর্থিক বিভাগের প্রধান নিহত হয়েছেন। সোমবার রাতে সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে তিনি নিহত হন বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। নিহতের নাম প্রকাশ করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ইরান তার তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ নিয়মিত হিজবুলস্নাহকে প্রদান করে। তেহরানের কাছ থেকে এই অর্থ সংগ্রহ এবং তা হিজবুলস্নাহর তহবিল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন নিহত ওই ব্যক্তি। এ ছাড়া গোষ্ঠীটির ৪৪০০ নম্বর ইউনিটের শীর্ষ কমান্ডার ছিলেন তিনি। হিজবুলস্নাহর এই ইউনিটটি সিরিয়ায় অবস্থান করে। আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বার্তায় বলেছেন, গত বেশ কয়েক বছর ধরে হিজবুলস্নাহর প্রধান তহবিল কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন ওই কমান্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে