শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মার্কিন নির্বাচন চূড়ান্ত পর্যায়ে এগিয়ে আছেন কমলা

যাযাদি ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনী প্রতিযোগিতায় প্রচারণা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। ভোটের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে মঙ্গলবার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস জাতীয় নেটওয়ার্ক সাক্ষাৎকারে বসার পাশাপাশি ল্যাতিনো ভোটারদের কাছে একটি বিশেষ ক্ষেত্র তৈরি করছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। দোদুল্যমান, সিদ্ধান্তহীন ভোটারদের নিজের পক্ষে টানায় চূড়ান্ত চাপ প্রয়োগে উভয় প্রচারণায় ব্যয় হচ্ছে শত শত মিলিয়ন ডলার। তথ্যসূত্র : এএফপি, রয়টার্স

নির্বাচনের ফল যাই হোক, আমেরিকানরা ৫ নভেম্বর নির্বাচনে ইতিহাস তৈরি করবেন। বিশ্বের শীর্ষস্থানীয় পরাশক্তিতে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচন করবেন অথবা তারা প্রথম হোয়াইট হাউসে আনবেন কোনো দোষী সাব্যস্ত অপরাধীকে।

জনমত জরিপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন শতাংশ এগিয়ে আছেন বলে রয়টার্স/ইপসস-এর নতুন জরিপে জানা গেছে। ৫ নভেম্বর মার্কিন নাগরিকরা প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নে ৪৬ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪৩ শতাংশ ভোটার। সোমবার এই জরিপ শেষ হয়েছে।

এর আগের জরিপে দেখা গিয়েছিল, একই প্রশ্নে ৪৫ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪২ শতাংশ ভোটার।

নতুন জরিপে দেখা গেছে, ভোটারদের অর্থনীতি এবং অভিবাসন পরিস্থিতির বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির পক্ষে। জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের প্রায় ৭০ শতাংশ জানিয়েছেন, তাদের জীবনযাত্রার ব্যয় ভুল পথে রয়েছে। অপরদিকে, ৬০ শতাংশ জানিয়েছেন, অর্থনীতি ভুল দিকে যাচ্ছে এবং ৬৫ শতাংশ ভোটার অভিবাসন নীতির ব্যাপারে একই কথা বলেছেন।

এদিকে, সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ ও ব্রিটিশ জরিপ সংস্থা ইউগভ পরিচালিত এক জরিপে দেখা গেছে, আরব-আমেরিকান ভোটারদের মধ্যে ৪৫ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন ৪৩ শতাংশ। এই ফল থেকে একটি বিষয় স্পষ্ট যে, গাজা ইসু্য ডেমোক্রেট পার্টির ওপর বেশ নেতিবাচক প্রভাবই ফেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে