ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসক নিহত হয়েছেন। রোববার রাতে অঞ্চলটির গান্ডারবাল জেলায় হামলার এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা সেখানে এক কোম্পানির হয়ে একটি টানেল নির্মাণ করছিলেন। বিচ্ছিন্নতাবাদীরা তাদের থাকার জায়গায় হামলা চালায়।
ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে আর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
শ্রমিকদের ওই শিবিরে স্থানীয় ও বাইরে থেকে আসা উভয় ধরনের কর্মী ছিলেন। অন্তত দুইজন বিচ্ছিন্নতাবাদী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
নিহত চিকিৎসকের নাম ডা. শাহনেওয়াজ। তিনি কাশ্মীরের বুদগাম জেলার বাসিন্দা ছিলেন। অন্যদের মধ্যে একজন জম্মুর বাসিন্দা, একজন পাঞ্জাবের, তিনজন বিহারের এবং অপরজন মধ্যপ্রদেশের।
হামলাকারীরা ঘটনাস্থলে ভারতের তৈরি একটি 'ইনসাস' রাইফেল ফেলে গেছে।
হামলার সময় নির্মাণ কোম্পানিটির দুটি গাড়িও ভস্মীভূত হয়েছে। হামলাস্থলে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে তলস্নাশি অভিযান চলায় সাংবাদিকদের ঘটনাস্থলের ৫০ কিলোমিটার দূরের মনিগাম থেকে আর সামনের দিকে এগোনোর অনুমতি দেওয়া হচ্ছে না।
জম্মু ও কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুলস্নাহ এই হামলাকে 'জঘন্য ও কাপুরুষোচিত' অভিহিত করে এর তীব্র নিন্দা করেছেন। তথ্যসূত্র : এনডিটিভি