শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কেনিয়ায় ব্রিটিশ ও তুরস্কের কয়েকজন নাগরিক অপহৃত

যাযাদি ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
কেনিয়ায় ব্রিটিশ ও তুরস্কের কয়েকজন নাগরিক অপহৃত

এক ব্রিটিশ নাগরিক এবং তুরস্কের আরও কয়েকজন নাগরিক অপহৃত হয়েছেন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে শুক্রবার মুখোশ পরা কিছু মানুষ তাদের অপহরণ করে। চার তুর্কি এখনো নিখোঁজ।

ব্রিটিশ নাগরিক নেকডেট সেইটেলো দুই বছর আগে কেনিয়ায় যান। এর আগে ১৮ বছর তিনি যুক্তরাজ্যে ছিলেন। কেনিয়ায় অপহরণ হওয়ার আট ঘণ্টা পর অপহরণকারীদের ব্রিটিশ পাসপোর্ট দেখিয়ে তিনি ছাড়া পান।

অপহরণ ঘটনার পর ব্রিটিশ নাগরিক সেইটেলো ও তার পরিবারকে কনসু্যলার সেবা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

কেনিয়ার পুলিশ জানিয়েছে, তারা অপহরণের ঘটনা তদন্ত করে দেখছে। এক মোটর সাইকেল চালক অপহরণের ঘটনাটি দেখেছেন। খবরে বলা হয়েছে, দুটি গাড়ি সামনে থেকে একটি সিলভার সেলুন গাড়িকে আটকে দিয়েছিল। এতে ছিল দুই আরোহী।

প্রায় আটজন অস্ত্র হাতে ওই দুটি গাড়ি থেকে নেমে এসে সেলুন গাড়ির দুই আরোহীকে টেনে নামায় এবং তাদের নিয়ে চলে যায় বলে জানান কেনিয়ার পুলিশের মুখপাত্র রেসিলা।

পরে তুর্কি বংশোদ্ভুত এক ব্রিটিশ নাগরিক এ ঘটনা পুলিশকে জানান এবং অপহৃত দুইজনের একজন সেইটেলো এবং অপরজন হুসেইন ইয়েসিলসু বলে শনাক্ত করে।

পরে সেইটেলোর কথা থেকে জানা গেছে, তার পরিচিত আরও ছয়জন অপহৃত হয়েছেন। তারা সবাই তুরস্কের নাগরিক। তাদেরও নাইরোবির বিভিন্ন স্থান থেকে একইভাবে অপহরণ করা হয়েছে।

তুরস্ক কর্তৃপক্ষ এই অপহরণ ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে