'হত্যা ও বাস্তুচু্যতির মাধ্যমে ইসরায়েল ধ্বংস করছে গাজা'
প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, হত্যা এবং বাস্তুচু্যতির মাধ্যমে গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি জনসংখ্যাকে ধ্বংসের কারণ হয়ে উঠছে ইসরায়েল। ওই এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার বাহিনী। তথ্যসূত্র : আল-জাজিরা
গাজার জাবালিয়া, বেইত হানুন এবং বেইত লাহিয়ার বেসামরিক নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় ৮৭ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় একটি সম্পূর্ণ আবাসিক বস্নক মাটির সঙ্গে মিশে গেছে।
অপরদিকে, ইসরায়েল জানিয়েছে, তারা গাজার উত্তরাঞ্চলে হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে এবং কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হবে না।
গাজায় এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। এই সময়ের মধ্যে কমপক্ষে ৪২ হাজার ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৯ হাজার ৭৯৫ জন।
গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজাবাসী। ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিনি ছিটমহলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ ফিলিস্তিনি।