শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ইউক্রেনে সিরিজ ড্রোন হামলা চালাল রাশিয়া

যাযাদি ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
ইউক্রেনে সিরিজ ড্রোন হামলা চালাল রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা দ্বিতীয়বারের মতো গভীর রাতে কয়েক দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা সোমবার বলেছেন, হামলায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত ও অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যম 'টেলিগ্রামে' কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হেই পোপকো জানিয়েছেন, 'আশঙ্কাময় আরেকটি রাত। শত্রম্নপক্ষের দিক থেকে ইউক্রেন আর কিয়েভের ওপর বিমান হামলার তীব্রতা হ্রাসের কোনো লক্ষণ নেই।' তিনি আরও বলেছেন, কয়েক দফায় অন্তত ১০টি ড্রোন বিভিন্ন দিক থেকে রাজধানীতে হামলা চালায়। সেগুলোকে অবশ্য প্রতিহত করা হয়েছে। শত্রম্নপক্ষের অস্ত্র কোনো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করতে সমর্থ না হলেও, ছিটকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অন্তত এক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের আকাশসীমাকে নিরাপদ ঘোষণা করে দেশটির বিমান বাহিনী। এর আগ পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা বিমান হামলার সতর্ক সংকেত জারি ছিল।

মেয়র ভিতালি ক্লিৎশকো টেলিগ্রামে বলেছেন, কিয়েভের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি আবাসিক ভবনের ছাদ, প্রবেশদ্বার ও বিদু্যতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে