শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
আমেরিকায় নির্বাচন

ফুরফুরে মেজাজে ট্রাম্প, ভাজলেন ফ্রেঞ্চ ফ্রাই, কমলা গেলেন গির্জায়

যাযাদি ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
ফ্রেঞ্চ ফ্রাই হাতে ডোনাল্ড ট্রাম্প

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আর সপ্তাহ দুয়েক বাকি। দেশটির কোণায় কোণায় গিয়ে প্রচারপর্ব প্রায় সেরে ফেলেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের প্রাক্কালে এবার মার্কিন নাগরিকদের কাছে 'স্বর্গ' হিসেবে পরিচিত ফাস্ট ফুড রেস্তোরাঁয় ফুরফুরে মেজাজে ধরা দিলেন তিনি। অ্যাপ্রোন পরে ভাজলেন ফ্রেঞ্চ ফ্রাই। সেখান থেকেই আক্রমণ শানালেন প্রতিপক্ষ কমলা হ্যারিসকে। এদিকে, তিনি যখন ফ্রেন্স ফ্রাই ভাজায় ব্যস্ত, তখন তার প্রতিদ্বন্দ্বী কমলা নির্বাচনী প্রচারণায় গেছেন গির্জায়। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি

রেস্তোরাঁয় রান্নারত ট্রাম্পের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসে ফাস্ট ফুড সেন্টারে উপস্থিত হয়েছেন ট্রাম্প। সেখানে পৌঁছেই পরনের সু্যট খুলে ফেলেন তিনি। এরপর হলুদ-কালো রঙের অ্যাপ্রোন গায়ে চড়িয়ে কর্মীদের সঙ্গে লেগে পড়েন ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে। রান্নাবান্না সারার পর জানালা গিয়ে মুখ গলিয়ে সেই ফ্রেঞ্চ ফ্রাই তিনি তুলে দেন সমর্থকদের হাতে। ট্রাম্পকে দেখতে অসংখ্য মানুষের ভিড় জমে যায় সেখানে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে এই কাজ করেছি। খুব মজা করেছি।' মূলত, ক্যালিফোর্নিয়ায় কলেজ জীবনে ফাস্ট ফুডের একটি রেস্তোরাঁয় কাজ করেছেন দাবি করা কমলা হ্যারিসকে দেখাতেই ট্রাম্প ম্যাকডোনাল্ডসে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকায় আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। ফলে এখন চলছে পুরোদমে নির্বাচনী প্রচারণা। নির্বাচনের প্রধান দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প উভয়ই নিজেদের প্রচারণা নিয়ে তুমুল ব্যস্ত। উভয় প্রার্থীই বর্তমানে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে ভোটের প্রচারণা চালাচ্ছেন। সাতটি দোদু্যল্যমান রাজ্যের একটি জর্জিয়াতে হ্যারিস এবং অন্য আরেকটি রাজ্য পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ট্রাম্প।

জর্জিয়ায় সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কমলা হ্যারিস অক্টোবর মাসের শুরুতে ফ্লোরিডায় টাইফুন হেলেনের প্রভাব ঠেকাতে যারা কাজ করেছেন তাদের বীরত্বের কথা তুলে ধরেন। জর্জিয়ার স্টোনক্রেস্টে নিউ বার্থ মিশনারি ব্যাপটিস্ট গির্জায় উপস্থিত হাজার হাজার সমর্থকের উদ্দেশে তিনি বলেন, 'আমাদের দেশজুড়ে কিছু অসাধু মানুষ এই মুহূর্তে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার, ঘৃণা ছড়ানোর, ভয়ের বীজ বপন করার এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন।' নাম উলেস্নখ না করেই ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু মানুষ মনে করেন, 'দয়া ও ভালোবাসার' মাধ্যমে পরিচালনার বদলে 'হুমকি-ধমকি দিয়ে' কাজ আদায় করাতেই একজন নেতার শক্তিমত্তার পরিচয়। তিনি উপস্থিত সমর্থকদের নির্ঝঞ্ঝাট ভবিষ্যতের জন্য ডেমোক্রেট পার্টির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, পেনসিলভানিয়ার ট্রিভোসে এক সমাবেশে ট্রাম্পের কাছে মন্তব্য চাইলে তিনি কমলা হ্যারিসকে সরাসরি 'ফালতু ভাইস প্রেসিডেন্ট' বলে অভিহিত করেন। সেইসঙ্গে কমলা হ্যারিসকে আক্রমণ করে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট প্রার্থীদের মানসিক পরীক্ষা দেওয়া উচিত। তিনি মনে করেন, সব প্রেসিডেন্ট প্রার্থীদের জ্ঞানীয় পরীক্ষা করা উচিত। বাইডেনের বয়স ও কথাবার্তার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বয়সের ওপর ভিত্তি করে নয়, প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক সবারই এটা করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে